ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে সভায় রাষ্ট্রভাষা বিষয়ে শেখ মুজিব
১২ মার্চ ১৯৪৯ তারিখের গোয়েন্দা রিপোর্টে জানা যায়, সর্দারঘাটে প্রায় ২০০ ছাত্রের একটি মিছিল শেখ মুজিবুর রহমান, দবিরুল ইসলাম ও কল্যাণ দাস গুপ্তের নেতৃত্বে নবাবপুর রোড হয়ে দুপুর ১২ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে গিয়ে শেষ হয়। অপরদিকে, মৃণাল কান্তি বিশ্বাসের নেতৃত্বে (পিতা – দোয়ারিকা নাথ বড়াই) দুপুর একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এসে হাজির হয়। এরপর দুপুর দেড়টার দিকে নাদিরা বেগমের নেতৃত্বে প্রায় ১০০ ছাত্রী ও ১৫ জন ছাত্রের সমন্বয়ে একটি দলও হাজির হয়। এখানে আফজাল হোসেন, নাদিরা বেগম, মোখলেসুর রহমান (জগন্নাথ ইন্টারমিডিয়েট কলেজ), রফিকুল ইসলাম (ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ), নুরুল হক (আর্মানিটোলা উচ্চ বিদ্যালয়) এবং বাহাউদ্দিন (ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি এ প্রথম বর্ষ) বক্তব্য রাখে। সভায় রাষ্ট্রভাষা বাংলা করা নিয়ে ও খাদ্য ও বস্ত্র নিয়ে সরকারের পলিসির সমালোচনা করা হয়।
একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারিদের মিটিং অনুষ্ঠিত হয় বিকেল পাঁচটার দিকে। আব্দুর রহমান এতে নেতৃত্ব দেন। পরে তারা ছাত্র নেতাদের সাথে যুক্ত হবার জন্য ঢাকা হলের দিকে যান। এরপর কল্যাণ দাস গুপ্ত এবং শেখ মুজিবের নেতৃত্বে এফ এম হল, এস এম হল এবং ইকবাল হলে যান। সেখান থেকে মিছিল বিশ্ববিদ্যালয়ের দিকে আসতে থাকে এবং কল্যাণ দাস গুপ্ত আজাদ অফিসের দিকে চলে যান। শেখ মুজিবুর রহমান কর্মচারিদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞ্যাপন করেন। এই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হচ্ছেন,
১। শেখ মুজিবুর রহমান (পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ)
২। আখলাকুর রহমান (এস এফ)
৩। অরবিন্দু বসু (এস এফ)
কল্যাণ দাস গুপ্ত (আর এস পি)। [1, pp. 101–104, 109–110]
References:
[1] S. Hasina, Secret Documents of Intelligence Branch on Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, Vol I 1948-1950. Hakkany Publisher’s, 2018.
[2] গোয়েন্দা নথিতে বঙ্গবন্ধু 1948-1949, সংগ্রামের নোটবুক
Translated by Dr Razibul Bari