একাত্তরের শরনার্থী শিক্ষক
::::::::::::::::::::::::::::::::
একাত্তরের জুলাই মাস নাগাদ International Rescue Committee (IRC) Mission ৩৮০০ শিক্ষক তালিকাভুক্ত করে। এদের ৯৮ জন বিশ্ববিদ্যালয় প্রফেসর, ৮৩৯ জন আন্ডারগ্রাজুয়েট লেভেলের ও ১৯০০ জন প্রাইমারী ও হাই স্কুল লেভেলের। ধারণা করা হচ্ছে প্রায় ১০ হাজার শিক্ষক পাওয়া যাবে। Refugee Teachers Association এবং Calcutta University Assistance Committee এসব শিক্ষকদের শরনার্থী শিবিরের পাশে স্কুল করে সেখানে পড়ানোর ব্যবস্থা করে। এবং এদেরকে বেতন দেয়া হয়। প্রাইমারী ও হাই স্কুল লেভেলের ক্ষেত্রে মাসে ২৫ ডলার ও তদোর্ধ লেভেলের ক্ষেত্রে ৪০ ডলার হারে বেতন ধরা হয়। এছাড়া প্রায় ১৫০০ স্কুল-প্রশাসন কর্মকর্তা আছে। প্রতি স্কুলে শুরুতে ১৩ জন শিক্ষক ও ২ জন কর্মচারি নিয়োগ দেয়া হয়। প্রতি স্কুলের মোট বাজেট ধরা হয় ৪৮০ ডলার। [1]
References:
[1] I. N. Tiwary, “BanglaDesh Documents (Volume – 2) – Ministry of External Affairs, Delhi, India copy.” The B N K Press Private Limited, Madras, 1972.
[2] সংগ্রামের নোটবুক