২৪ জানুয়ারী ১৯৭২ঃ কাদেরিয়া বাহিনীর অস্র সমর্পণ
টাংগাইলের বিন্দুবাসিনি স্কুল মাঠে অনারম্ভর আকর্ষণীয় কিন্তু আবেগ ঘন এক অনুষ্ঠানে কাদেরিয়া বাহিনী নামে ১৬০০০ গেরিলার এক মুক্তিযোদ্ধা বাহিনী প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের হাতে আনুষ্ঠানিক ভাবে তাদের অস্র সমর্পণ করেছেন। প্রতীকী একটি অস্র শেখ মুজিবকে দেয়ার পর সিদ্দিকি তার সেকেন্ড কম্যান্ড আনোয়ারুল আলম শহীদকে আলিঙ্গনাবদ্ধ করেন। সেখানে ৩০৮১ টি অস্র জমা দেয়া হয়েছে। অনুষ্ঠানে ক্রন্দন চোখে শেখ মুজিব বলেন ওদের খালি হাতে রেখে গিয়েছিলাম অস্র দিয়ে যেতে পারিনি। তাদের খালি হাতে লড়াইয়ের নির্দেশ দিয়েছিলাম বলেছিলাম বাংলার সাড়ে সাত কোটি মানুষ মুক্ত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে। তিনি বলেন টাংগাইলের এ মুক্তিযোদ্ধারা শত্রুর অস্র ছিনিয়ে নিয়ে যুদ্ধ করেছে। তিনি টাংগাইলের মুক্তিযোদ্ধাদের জাতীয় মিলিশিয়া ও পুলিশে যোগ দেয়ার আহবান জানান। অনুষ্ঠানে এক ভাষণে কাদের সিদ্দিকি বলেন ৭ মার্চ নেতা যে আদেশ দিয়েছিলেন সে আদেশেই অস্র ধারন করেছিলাম সে নেতার আদেশেই আজ অস্র ফেরত দিলাম। তিনি বলেন নেতার আদেশ যে সেনা বাহিনী মানে না সে সেনাবাহিনী কখনও যুদ্ধে জয়ী হতে পারে না। তিনি বলেন শেখ মুজিব কোনদিন ভুল করেনি। সৈনিক জানে নেতা কোন ভুল করতে পারে না। তিনি টাঙ্গাইল বাসীর পক্ষ থেকে ঘোষণা দেন নেতা আবার আদেশ দিলে টাঙ্গাইল বাসী মৃত্যুবরণ করার দিকে এগিয়ে যাবে।