You dont have javascript enabled! Please enable it! 1972.01.24 | রাজশাহীতে কামরুজ্জামান - সংগ্রামের নোটবুক

২৪ জানুয়ারী ১৯৭২ঃ রাজশাহীতে কামরুজ্জামান

ত্রান ও পুনর্বাসনমন্ত্রী এএইচএম কামরুজ্জামান রাজশাহী মাদ্রাসা ময়দানে এক বিশাল সমাবেশে বলেন যারা পুনর্বাসনের টাকা আত্মসাৎ করবে সরকার তাদের জনসম্মুখে বিচার করবে। তিনি বলেন বাংলাদেশের প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন ঘর বানিয়ে দেয়া হবে। তিনি জনগণকে আশ্বাস দিয়ে বলেন সরকার সকল এতিম ও বিধবাদের ভরণ পোষণের দায়িত্ব সরকার নেবে এবং যোগ্যতার ভিত্তিতে চাকুরী দেবে। যে সকল দেশপ্রেমিক শহীদ হয়েছেন তাদের সন্তানের লেখাপড়ার দায়িত্ব সরকার নেবে। সরকারী কর্মচারীদের পুরানো মনোভাব ত্যাগ করে ভালবাসা নিয়ে জনগনের সাথে মিশে যাবার জন্য তিনি উপদেশ দেন। তিনি বলেন এ সরকার বিপ্লবী সরকার এ সরকার কোন আমলাতন্ত্র সহ্য করবে না।