You dont have javascript enabled! Please enable it!

করিমগঞ্জে টাইম বােমা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার 

করিমগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা জানান, গতকাল করিমগঞ্জের কাছে নিলাম বাজারে পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করে। তাঁর কাছে কিছু বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়। এছাড়া বদরপুর থানা নয়াগ্রাম এলাকায় ১৫ কেজি বিস্ফোরক পদার্থ, দু বােতল অ্যাসিড, আমেরিকার তৈরি ২টি ব্যাটারি ও টাইম বােমা প্রভৃতি উদ্ধার করা হয়। পাকচরেরা এই বিস্ফোরক মুক্তিফৌজদের বিরুদ্ধে ব্যবহার করতাে বলে মনে করা হচ্ছে।

১৮ সেপ্টেম্বর ‘৭১

Reference: ১৮ সেপ্টেম্বর  ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা