২৩ জানুয়ারী ১৯৭২ঃ শেখ মুজিবের সাথে সাক্ষাৎ
নেতাজী সুভাষ চন্দ্র বসুর ভাতিজা আজাদ হিন্দ সংঘের সভাপতি অমিয় বসু নেতাজী সুভাষ চন্দ্র বসুর ৭৫ তম জন্ম বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সাথে তার সরকারী বাসভবনে সাক্ষাৎ করে তাকে নেতাজীর সামরিক পোশাক পরিহিত একটি প্রতিকৃতি উপহার প্রদান করেন। এসময়ে তার সাথে ভারতের পার্লামেন্ট সদস্য সমর গুহ ও বাংলাদেশের খাদ্যমন্ত্রী ফণী ভূষণ মজুমদার উপস্থিত ছিলেন। এশিয়ান ফিল্মস(এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল) এর কর্ণধার প্রেম প্রকাশ শেখ মুজিবের সরকারী বাসভবনে শেখ মুজিবের সাথে দেখা করেছেন। সেখানে তিনি তার নির্মিত দুটি ডকুমেন্টারি প্রদর্শন করেন। শেখ মুজিবুর রহমান আগ্রহ ভরে দুটি ডকুমেন্টারি ধৈর্য সহকারে দেখেন এবং অস্রু সজল হয়ে উঠেন। প্রথম ডকুমেন্টারি ছিল উত্তাল মার্চ কেন্দ্রিক ২য় ডকুমেন্টারি ছিল শরণার্থী প্রবাহ নিয়ে। ডকুমেন্টারি দুটি নির্মাণ করেন প্রেম প্রকাশ নিজেই এবং পৃথিবীর অনেক দেশেই তা দেখানো হয়েছে। শেখ মুজিবুর রহমান ডকুমেন্টারি তৈরি এবং তাকে প্রদর্শন করার জন্য প্রেম প্রকাশকে ধন্নবাদ জ্ঞাপন করেন।
নোটঃ প্রেম প্রকাশ ভিজ নিউজ/রয়টার ভিডিও সাংবাদিক ছিলেন। সেখানে তিনি শিখেন কিভাবে ভিডিও বিপনন হয়। তারপর তিনি চাকুরী ছেড়ে ৯ ডিসেম্বর ১৯৭১ গড়ে তুলেন তার এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি এখন এশিয়ার বৃহত্তম ভিডিও নিউজ সরবরাহকারী।