২৩ জানুয়ারী ১৯৭২ঃ যুদ্ধপরাধী পাকিস্তানী সেনা কর্মকর্তাদের নাম প্রকাশ
মুক্তিযুদ্ধে সরকারী কর্মকর্তাদের স্ত্রী গন অর্ধ শতাধিক যুদ্ধপরাধী পাকিস্তানী সেনা কর্মকর্তাদের নাম প্রকাশ করেছে। তালিকাটি তাদের ঘটনা সংশ্লিষ্ট ভিত্তিক হিসেব করে প্রস্তুত করা হয়েছে। তালিকায় যারা স্বাক্ষর করেছেন ১) পিআইএ এর সাবেক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফজলুল হক এর স্ত্রী আমিনা চৌধুরী। ধৃত ৮ এপ্রিল ১৯৭১ ২) রাজশাহী রেঞ্জের ডিআইজি মামুন মাহমুদের স্ত্রী মোশফেকা মাহমুদ ধৃত ২৬ মার্চ ৩) রাজশাহীর এসপি শাহ আব্দুল মজিদ এর স্ত্রী নাজমা মজিদ ধৃত ৩১ মার্চ ৪) চট্টগ্রামের এসপি শামসুল হকের স্ত্রী মাহমুদা হক ধৃত ১৭ এপ্রিল ৫) দুর্নীতি দমনের উপ পরিচালক নাজমুল হকের স্ত্রী ধৃত ৪ এপ্রিল ৬) সিএসপি নুরুল আমীনের স্ত্রী হুমায়রা আমীন খান ধৃত ২৩ এপ্রিল ও তার কয়েকদিন পর ৭) বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আজিজুল ইসলামের স্ত্রী আয়েশা ইসলাম 8) কুমিল্লার ডিসি শামসুল হকের স্ত্রী মিসেস শামসুল হক ৯) কুমিল্লার এসপি মুনশি কবির উদ্দিনের স্ত্রী ধৃত ২৭ মার্চ ১০) সিলেট মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল লেঃ কর্নেল জিয়াউর রহমান খানের স্ত্রী ১১) প্রেষণে কর্মরত লেঃকঃ কাদির উদ্দিনের পত্নী হাসনা কাদির ধৃত ১৭ এপ্রিল ১২) চট্টগ্রাম পোর্ট এর পরিচালক জনাব কাজীর স্ত্রী ধৃত ১৩ এপ্রিল ১৩) রেলওয়ের চীফ প্ল্যানিং অফিসার শফি আহমেদ এর স্ত্রী ধৃত এপ্রিল ৭১ ১৫) কুমিল্লার মেডিক্যাল কোরের লে ক জাহাঙ্গীরের স্ত্রী জেবুন্নেছা জাহাঙ্গীর সহ আরও অনেক কর্মকর্তার স্ত্রী
নোটঃ ঘটনাগুলোর সাথে প্রত্তেক্ষ ভাবে জড়িত না হলেও হুকুমের আসামী হিসেবে নিয়াজি, রাও ফরমান আলীর নাম থাকলেও নাম নেই পূর্ব কমান্ডের বাকী ৫ মেজর জেনারেল এর।