You dont have javascript enabled! Please enable it!

২৩ জানুয়ারী ১৯৭২ঃ বাংলাদেশ ভারত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত

ভারতীয় প্রধানমন্ত্রীর সাবেক দুত এবং বৈদেশিক নীতি নির্ধারণ সংক্রান্ত কমিটির চেয়ারম্যান ডিপি ধর এর নেতৃত্ব এক উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধিদলের মধ্যে কয়েক দফা আলোচনার পর বাংলাদেশ ভারত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারতীয় এক সুত্র জানায় ব্যক্তি পর্যায়ে বাণিজ্য কমিয়ে সরকারী পর্যায়ে ব্যবসা বৃদ্ধির জন্য এ চুক্তি স্বাক্ষর হয়েছে। তিনি আশ্বাস প্রদান করেন যে তার সরকার বাংলাদেশে ভারতীয় পুজি নিয়োগকারীদের টালবাহানা করতে দেবে না। চুক্তির ফলে বাংলাদেশ ভারতে পাট, নিউজপ্রিন্ট, চামড়া, হাস – মুরগী এবং মাছ রপ্তানি করবে। সূত্রটি আরও জানায় দ্রব্য এর মূল্য উভয় পক্ষের মধ্যে আলোচনা করে নির্ধারিত হবে। তবে এ দর অবশ্যই আন্তজার্তিক বাজারের তুলনায় কম হবে। এ ছাড়াও রেলপথ মেরামতে ভারত বাংলাদেশকে ১০ কোটি টাকা দেবে। এ ছাড়াও ভারত বাংলাদেশকে দুটি ফকার ফ্রেন্ড শিপ বিমান দেবে। প্রতিনিধিদলটি সাংবাদিকদের জানান ভারত বিভিন্ন কারিগরি প্রকল্পে কারিগরি সহযোগিতা দিতে প্রস্তুত আছে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!