You dont have javascript enabled! Please enable it! 1972.01.22 | ২২ জানুয়ারী ১৯৭২ঃ হালুয়াঘাট দিয়ে ভাসানির বাংলাদেশ প্রবেশ - সংগ্রামের নোটবুক

২২ জানুয়ারী ১৯৭২ঃ হালুয়াঘাট দিয়ে ভাসানির বাংলাদেশ প্রবেশ।

মওলানা ভাসানি হালুয়াঘাট সীমান্ত দিয়ে বিকেল তিনটায় তিনি হালুয়াঘাট পৌছলে ময়মনসিংহের জেলা প্রশাসক খস্রুজজামান তাকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় এমসিএ কুদ্রুতুল্লাহ মণ্ডল। এখানে পৌছার পর জেলা প্রশাসকের দেয়া মধ্যাহ্ন ভজে অংশ নেন ভাসানি। হালুয়াঘাট পর্যন্ত তার সাথে একজন ভারতীয় চিকিৎসক ছিল। হালুয়াঘাটে উপস্থিত জনতার এক সমাবেশে তিনি বলেন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে শেখ মুজিবকে সমর্থনের জন্য তিনি জনগনের প্রতি আহবান জানান। তিনি দেশের পুনর্গঠন কাজে সক্রিয় অংশ নেয়ার জন্য জনগনের প্রতি আহবান জানান তিনি বলেন যিনি কোন সাহায্য করেন না আল্লাহ তাকে সাহায্য করে না। তিনি সরকারী কর্মকর্তাদের মিশনারিদের আদলে দেশ সেবা করারও আহবান জানান। এ সময় জনতা জয় বাংলা এবং ভাসানি জিন্দাবাদ স্লোগান দেয়। পরে বিকেল ৫ টায় ময়মনসিংহের উদ্দেশে হালুয়াঘাট ত্যাগ করেন। সোয়া সাত টায় তিনি ময়মনসিংহ পৌঁছেন এবং সেখান থেকে রাত্র পৌনে ৮ টায় টাঙ্গাইলের উদ্দেশে ময়মনসিংহ ত্যাগ করেন রাত সাড়ে ১০ টায় তিনি টাঙ্গাইল পৌঁছেন।