You dont have javascript enabled! Please enable it! 1972.01.22 | ২২ জানুয়ারী ১৯৭২ঃ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সাথে ডিপি ধরের সাক্ষাৎ - সংগ্রামের নোটবুক

২২ জানুয়ারী ১৯৭২ঃ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সাথে ডিপি ধরের সাক্ষাৎ

ভারতীয় প্রধানমন্ত্রীর সাবেক দুত এবং বৈদেশিক নীতি নির্ধারণ সংক্রান্ত কমিটির চেয়ারম্যান ডিপি ধর প্রধানমন্ত্রী শেখ মুজিবের সাথে ৩ ঘণ্টা স্থায়ী বৈঠক করেছেন। এ সময় পর রাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ডিপি ধর সাংবাদিকদের উদ্দেশে কিছু বলেননি। পরে তিনি রাষ্ট্রপতি আবু সায়ীদ চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন। সোভিয়েত ট্রেড ইউনিয়ন কাউন্সিল প্রতিনিধি সেজগি ট্রুনিকভ শেখ মুজিবের সাথে দেখা করেছেন। সৌদি আরবে বাংলাদেশ কনস্যুলেট না থাকায় সউদি আরবে হজ পালনরত বাঙ্গালী হাজীদের যাতে কোন অসুবিধা না হয় এবং তারা যাতে নিরাপদে বাংলাদেশে ফেরত আসতে পারে তা নিশ্চিত করার জন্য শেখ মুজিব সউদি বাদশাহ এর কাছে তার বার্তা পাঠিয়েছেন। তিনি বলেন বাংলাদেশী হাজীদের দেখা শুনা করার জন্য সেখানকার ভারতীয় দূতাবাসকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি বলেন ভারত সরকার ২৭০১ জন হাজীর মধ্যে ১৫০০ জনকে আনার জন্য এসএস মোহাম্মদী নামে একটি জাহাজ প্রেরন করেছে যা ২০ জানুয়ারী জেদ্দা পৌছার কথা। তিনি বলেন বাকী যাত্রীদের আনার জন্য আরেকটি জাহাজ প্রেরন করা হবে তবে জাহাজ সংকুলান না হলে এ জাহাজ আবার যাবে।