২২ জানুয়ারী ১৯৭২ঃ ওসমানীর ২ ইবি ব্যাটেলিয়ন নৌ বাহিনী পরিদর্শন
বাংলাদেশ বাহিনী প্রধান কর্নেল এম এ জি ওসমানী ঢাকার ইস্কাটন গার্ডেনে নৌবাহিনী ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে এক ভাষণে তিনি সশস্র বাহিনীকে রাজনীতির ঊর্ধে থাকার আহ্বান জানান। তিনি বলেন নৌবাহিনীকে কিভাবে গড়ে তোলা হবে তার পরিকল্পনা করা হচ্ছে। তিনি বলেন দেশের উপকূল রক্ষার জন্য নৌবাহিনীর প্রয়োজন তবে তার দেশ ছোট তাদের মহাসাগর নিয়ন্ত্রণের নৌবাহিনী প্রয়োজন নেই। তিনি বলেন পাকিস্তানে অবস্থানরত বাঙ্গালীদের সরকার ফিরিয়ে আনার প্রানপন চেষ্টা করে যাচ্ছে। এ সময় ওসমানীর সাথে ছিলেন ক্যাপ্টেন খাদেমুল ইসলাম চৌধুরী, কর্নেল রেজা। এম এ জি ওসমানী রেসকোর্সে সাবেক ৩ নং সেক্টরের ২ নং ব্যাটেলিয়ন ক্যাম্প পরিদর্শন করেছেন। ২ইবি ব্যাটেলিয়ন সিও মেজর মইনুল তাকে স্বাগত জানান। তিনি সেখানে তাদের উদ্দেশে বলেন জাতি গর্ব করতে পারে এমন ভাবে তাদের গড়ে তোলার আহবান জানান। এ সময় ওসমানীর সাথে ছিলেন লেঃকঃ শফিউল্লাহ। স্বাধীনতার পরপর ২ ইবিকে ঢাকায় রাখা হয়। ভারতীয় বাহিনীকে ক্যান্টনমেন্ট এ রাখায় তাদের এখানে ক্যাম্প করা হয়।