You dont have javascript enabled! Please enable it! 1972.01.22 | ২২ জানুয়ারী ১৯৭২ঃ শেখ মুজিবের সাথে দেখা করতে চাই - ভূট্টো - সংগ্রামের নোটবুক

২২ জানুয়ারী ১৯৭২ঃ শেখ মুজিবের সাথে দেখা করতে চাই–লারকানায় জুলফিকার আলী ভূট্টো

পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভূট্টো তার পৈতৃক বাড়ী লারকানায় বিদেশী কূটনীতিকের সাথে আলাপ করার সময় দেশের উভয় অংশ একত্রিত হওয়ার সুযোগ দেয়ার জন্য আন্তজার্তিক সম্প্রদায়ের প্রতি সময় দেয়ার আহবান জানিয়েছেন। তিনি বলেন আমাদের দেশের একটি অংশ এখনও ভারতীয় বাহিনীর দখলে এবং সেখানে সরকার পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। তিনি পূর্ব পাকিস্তান থেকে বিদেশী সৈন্য প্রত্যাহারের জন্য ভারতকে চাপ দেয়ার জন্য বিদেশী রাষ্ট্রগুলির প্রতি আহবান জানান। তিনি বিশ্বাস করেন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জনগন দীর্ঘদিন এক সাথে ছিল তাই তারা কখনও পরস্পর পৃথক হতে পারে না। তিনি শেখ মুজিবের সর্বশেষ বিবৃতির প্রতি সাধুবাদ জানিয়ে বলেন শেখ মুজিবের সাথে তিনি শীঘ্রই বৈঠকে বসতে চান। তিনি পূর্ব পাকিস্তানে তার অবস্থান শক্ত করার জন্য পশ্চিম পাকিস্তানে অবস্থানকারী বাঙ্গালী সেনা সদস্যদের দ্রুত ফেরত দেওয়ারও প্রস্তাব দিয়েছেন।

তিনি বলেন তাদের ফেরত দেয়ার সাথে তিনি কোন শর্ত আরোপ করতে চান না। তিনি আরও বলেন তিনি ভারতের সাথেও সকল সমস্যা মিটিয়ে ফেলতে চান এবং এ লক্ষে তিনি ভারতীয় নেতাদের সাথেও বসতে চান। তিনি আশা করেন তার ভারতীয় প্রতিপক্ষ তার এ আহবানে সাড়া দিবেন। তিনি বলেন ভারত বলছে ভারতীয় সৈন্য পূর্ব পাকিস্তানে আগ্রাসন চালিয়েছিল বাঙ্গালীদের আমন্ত্রনে আর এখন তারা বলছে তারা সেখানে আছে সংখ্যালঘুদের নিরাপত্তায়। তিনি তার সামনের বিদেশ সফরসুচির কথা উল্লেখ করে বলেন তিনি এ সফরগুলোতে পাকিস্তানের সমস্যাবলী নিয়ে সে সকল দেশের সমর্থন চাইবেন। এ বিষয় গুলি হল পূর্ব ও পশ্চিম পাকিস্তান, পাকিস্তান এবং ভারত, পাকিস্তান এবং বিশ্ব এর অন্যান্য দেশের। এ প্রসঙ্গে তিনি জাতিসংঘ সাধারন পরিষদে বিশ্ব এর প্রায় সকল রাষ্ট্রের সমর্থনের কথা উল্লেখ করেন।