You dont have javascript enabled! Please enable it! 1971.04.20 | পূর্ববঙ্গ দিবসে লন্ডনে বিরাট জনসভা ও মিছিল | কালান্তর - সংগ্রামের নোটবুক

পূর্ববঙ্গ দিবসে লন্ডনে বিরাট জনসভা ও মিছিল

লণ্ডন ১৯ এপ্রিল (ইউএনআই) গতকাল এখানে জাতীয় স্বাধীনতা ও উপনিবেশবাদ বিরােধী মুক্তি আন্দোলন সংস্থার বার্ষিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে বৃটিশ লেবার পার্টি সদস্য লড ব্রকওয়ে বলেছেন, হিটলারের পর বাঙলাদেশের বিরুদ্ধে পাক রাষ্ট্রপতি ইয়াহিয়া খানের পশ্চিম পাকিস্তানী সৈন্য বাহিনীর আক্রমণই হচ্ছে পৃথিবীর সবচেয়ে মানববিদ্বেষী ও বর্বর আক্রমণের ঘটনা।
তিনি বলেছেন সেখানে এখন পাইকারী ভাবে গণহত্যা করা হয়েছে যা প্রায় ধারণাতীত। ভিয়েতনামে যা যা ঘটেছে তার চেয়েও এই আক্রমন অধিকতর ভয়াবহ।…

সূত্র: কালান্তর, ২০.৪.১৯৭১