You dont have javascript enabled! Please enable it! 1972.01.21 | ২১ জানুয়ারী ১৯৭২ঃ শেখ মুজিবের সাথে দেখা করেছেন যারা - সংগ্রামের নোটবুক

২১ জানুয়ারী ১৯৭২ঃ শেখ মুজিবের সাথে দেখা করেছেন যারা।

জাতিসঙ্ঘ ত্রান ও সাহায্য দপ্তরের সহকারী সেক্রেটারি জেনারেল পল মার্ক হেনরি শেখ মুজিবের সাথে দেখা করেছেন। পল মার্ক হেনরি বাংলাদেশে জাতিসংঘের ত্রান তৎপরতা নিয়ে শেখ মুজিবের সাথে ৩০ মিনিট আলাপ করেন। তার সংস্থা আগামী এক বছর বাংলাদেশে ত্রান কর্মসূচী প্রনয়ন করে দাতা দেশগুলোর সহযোগিতা চাওয়ার জন্য আবেদন প্রেরন করা হচ্ছে। জাতিসংঘের আরেক কর্মকর্তা (unrod প্রধান ) টনি হেগেন ও আলাদা ভাবে শেখ মুজিবের সাথে সাক্ষাৎ করেছেন।
পশ্চিম বঙ্গ রামকৃষ্ণ মিশনের এক প্রতিনিধিদল শেখ মুজিবের সাথে সাক্ষাৎ করেছেন। রামকৃষ্ণ মিশনের এক প্রতিনিধিদল শেখ মুজিবকে স্বামী বিবেকানন্দের একসেট রচনাবলী উপহার দেন। ফিলাদেলফিয়ার পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মার্কিন সেনানী ক্রিফেনডফ শেখ মুজিবের সাথে দেখা করেছেন। ক্রিফেনডফ এর বাঙালী স্ত্রী তার সাথে ছিলেন।