২১ জানুয়ারী ১৯৭২ঃ বিশ্ব শান্তি পরিষদ নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ মুজিবের সাথে দেখা করেছেন।
সচিবালয়ে বিশ্ব শান্তি পরিষদ নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ মুজিবের সাথে দেখা করেছেন। প্রধানমন্ত্রী তাদের বলেন বাংলাদেশের জনগন একটা বর্বর শত্রু বাহিনীর হাত থেকে দেশকে মুক্ত করেছেন। পাক বর্বর সৈন্যরা সারা বাংলাদেশে যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল ইতিহাসে তার তুলনা নেই। তিনি বলেন বাংলাদেশের অসহায় ও নিরাপরাধ জনসাধারণকে হত্যা করার ব্যাপারে যারা দায়ী তাদের রেহাই দেয়া হবে না। তাদের অপরাধের জন্য দেশের আইন অনুযায়ী বিচার হবে। তিনি বেসামরিক অপরাধীদের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠনের কাজে জাতিসঙ্ঘের এগিয়ে আসা উচিত বলে মনে করেন। তিনি জোর দিয়ে বলেন এরুপ পদক্ষেপ নেয়া খুবই প্রয়োজন। অপরাধীদের অনেকেই বাংলাদেশের নিয়ন্ত্রণের বাহিরে থাকায় ন্যায় নীতির প্রয়োজনে ঐ সব খুনীদের শাস্তি হওয়া উচিত। আলোচনার সময় পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ, বিশ্ব শান্তি পরিষদ এর বাংলাদেশ সচিব আলী আকসাদ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন।