You dont have javascript enabled! Please enable it!

২১ জানুয়ারী ১৯৭২ঃ বাংলাদেশে প্রত্যাবর্তনের পথে আসামে ভাসানীর জনসভা

দেশে ফেরার পথে এদিন ভাসানী আসামের দক্ষিন শালমারা জেলার শালমারা থানার উত্তরে ফকিরগঞ্জ এ (ভাসানীর ব্রিটিশ আমলের নিবাস ও প্রথম স্ত্রীর বাড়ী ধুবরির কাছে)২১ জানুয়ারী বিকেলে এক জনসভায় বলেন পাকিস্তানের সাথে আর কোনদিনই আর কোন সম্পর্ক থাকবে না। ভাসানি বলেন পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভূট্টো সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে সামান্য কিছু হলেও সম্পর্ক রাখার আহবান জানিয়েছিলেন। আমি তাকে বলে দিতে চাই যে শুধু আজকেই নয় কোন দিনই তা সম্ভব হবে না। তিনি বলেন পাকিস্তানীরা যে বর্বরতা চালিয়েছে বাংলাদেশের লোক আর কোনদিনই ভুলতে পারবে না। তিনি আর বলেন রাবনের কু কীর্তি স্মরণে হিন্দুরা যেমন তার কুশ পুত্তলিকা পুড়িয়ে দশহরা পালন করে তেমনি করে আমাদের উপর যে বর্বরতা চালানো হয়েছে আমরাও একটা শোক দিবস যুগে যুগে পালন করব। মহররমে শোক প্রকাশ ও ক্রন্দন করে মুসলমানেরা যেভাবে এজিদের নিষ্ঠুরতা স্মরন করে আমরা ঠিক তেমনি ভাবে পাকিস্তানের বর্বরতা স্মরনে হাজার বছর ধরে একটা দিন পালন করব। ময়মনসিংহের জেলা প্রশাসক জানিয়েছেন ভারতীয় মাধ্যমে তিনি জানতে পেরেছেন ভাসানি হালুয়াঘাট দিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন তবে সময় সূচী চূড়ান্ত নয়। এদিকে বিপ্লবী ছাত্র ইউনিয়ন ভাসানি বিমান যোগে ঢাকা আসবেন এমন অনুমানে ঢাকায় সংবর্ধনার প্রস্তুতি নিয়েছে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!