২১ জানুয়ারী ১৯৭২ঃ অবশিষ্ট পাকিস্তানী যুদ্ধবন্দী
পাকিস্তানী বন্দী স্থানান্তর প্রায় শেষ হয়ে এসেছে। বিদেশী টেলিভিশন কর্মীরা শেষ কতক বন্দীদের দেখতে বিমান বাহিনী ক্যাম্প কুর্মিটোলায় যান। তারা সেখানে বন্দীদের আবাসিক ভবনেই অবস্থান করতে দেখেন। অনেকেই খোলা জায়গায় রুটি বানাচ্ছে। সামনেই খোলা জায়গায় তারা নামাজ পড়ছে। সাংবাদিকরা একটি বাড়ীর ভিতরে যে একটি পরিবারের দৃশ্য ধারন করেন। এলাকার চারপাশে ভারতীয় সেনা টহল বিদ্যমান। এখানে তাদের জানানো হয় সাড়ে ৩ হাজার বন্দী এখনও স্থানান্তর হয়নি। একই সংবাদ মাধ্যমের আগের রিপোর্টে বলা হয়েছে রয়ে গেছে এখনও ৬৫০ জন।