You dont have javascript enabled! Please enable it!

২১ জানুয়ারী ১৯৭২ঃ ডিপি ধর আবারো ঢাকায় এসেছেন।

ভারতের পররাষ্ট্র দপ্তরের নীতি নির্ধারক সংক্রান্ত কমিটির চেয়ারম্যান ডিপি ধর ঢাকা পৌঁছে বিমানবন্দরে সাংবাদিকদের বলেন বঙ্গবন্ধু যখন দেশে ফিরেছে তখন তার ২য় বার ঢাকা আসাটা খুবই আনন্দের ব্যাপার। আগের সফরে বঙ্গবন্ধুর অভাবে তিনি তার হৃদয়ের মধ্যে গভীর শুন্যতা উপলব্ধি করেছিলেন। ডিপি ধরের সাথে সফরে এসেছেন তার স্ত্রী, পুত্র, কন্যা ও জামাতা। বিমান বন্দরে তাকে স্বাগত জানান পর রাষ্ট্র সচিব আব্দুল মমিন, ভারতে বাংলাদেশ মিশন প্রধান হুমায়ুন রশিদ চৌধুরী ও বাংলাদেশে ভারতের চার্জ দ্যা এফেয়ারস ডঃ এন দীক্ষিত। বিকেলে ডিপি ধর পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের সাথে বৈঠক করেন। ৪৫ মিনিট ব্যাপী এ আলোচনায় উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিশদ আলাপ আলোচনা করেন। আজাদ পরে সাংবাদিকদের বলেন তার সাম্প্রতিক ভারত সফরের আলোকে এই সফরে ধর তার সাথে আলাপ আলোচনা করেছেন।