২১ জানুয়ারী ১৯৭২ঃ স্বীকৃতি
পশ্চিমা দেশ গুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে আজ ডেনমার্ক বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। ডেনমার্ক ভারতের পর ২য় দেশ যে দেশ বাংলাদেশের শরণার্থীদের উপর ডাকটিকেট প্রকাশ করেছিল। ডেনমার্কের ঘোষণার পর কয়েক ঘণ্টার মধ্যেই সুইডেন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিয়েছে কিন্তু সরকারী ভাবে তা বাংলাদেশকে জানানো হয়নি তা হল অস্ট্রিয়া ও ফিনল্যান্ড। এ ছাড়াও স্বীকৃতির সিদ্ধান্ত নিয়েছে বার্বাডোস। বার্বাডোস কমনওয়েলথ ভুক্ত দেশ। ফিনল্যান্ড এর স্বীকৃতির বিষয় তার দেশের পর রাষ্ট্রমন্ত্রী অলাভি মেতিল প্রকাশ করেছেন তবে তা কার্যকর হবে প্রেসিডেন্ট এর অনুমোদনের পর। নরওয়ের পার্লামেন্টে এক বিতর্ক চলা কালে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান তার দেশ অচিরেই বাংলাদেশকে স্বীকৃতি দিবে। বার্বাডোসের প্রধানমন্ত্রী তার দেশের স্বীকৃতির একটি বার্তা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছেন।