২০ জানুয়ারী ১৯৭২ঃ বিশ্ব শান্তি পরিষদ নেতৃবৃন্দের সাথে সামাদ আজাদের বৈঠক
পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ বঙ্গভবনে বিশ্ব শান্তি পরিষদের ৮(৯) সদস্য এর একটি প্রতিনিধিদলের সাথে আলাপ প্রসঙ্গে বলেন বাংলাদেশে ৯ মাসে পাক বাহিনীর গণহত্যা তদন্তে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে খ্যাতনামা বিচারকদের সমন্বয়ে আন্তজার্তিক কমিশন গঠনের জন্য বিশ্ব শান্তি পরিষদের প্রতি আহবান জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রীর সাথে এ সময়ে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব। তিনি বলেন তার শুধু গনহত্যাই চালায়নি হাজার হাজার গ্রাম ধ্বংস করে দিয়েছে, যোগাযোগ ব্যাবস্থা ধ্বংস করেছে, দেশের অর্থনীতি পঙ্গু করেছে। তিনি দুঃখ করে বলেন এত নির্মম কর্মকাণ্ডে জাতিসংঘ কোন নিন্দা প্রকাশ করেনি। তিনি আশা প্রকাশ করেন জাতিসংঘ এরুপ তদন্ত কমিশন গঠন করতে পারে এবং তাদের মানবিক কর্মসূচী সমুহ গ্রহন করতে পারে। তিনি কমিশনের সদস্যদের শরণার্থী পুনর্বাসনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন বিশ্ব সম্প্রদায়ের উচিত বাংলাদেশের সাহায্যে এগিয়ে আসা।তিনি শান্তি পরিষদের প্রশংসা করে বলেন আন্তজার্তিক প্রতিষ্ঠানের মধ্যে তারাই প্রথম পাক সেনাবাহিনীর নির্মম হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। এ সংস্থা বঙ্গবন্ধু শেখ মুজিবের মুক্তির জন্যও অনেক প্রচেষ্টা নিয়েছিল। তিনি সংস্থাকে বাংলাদেশের চিত্র বিভিন্ন দেশে তুলে ধরার জন্য প্রতিনিধিদলের প্রতি আহবান জানান।