২০ জানুয়ারী ১৯৭২ঃ গৌহাটিতে ইন্দিরা গান্ধী বলেন
ভারতের প্রধানমন্ত্রী আসামের রাজধানী গৌহাটিতে এক জনসভায় বলেন ভারত যে কোন বন্ধু দেশ থেকে সাহায্য গ্রহনে প্রস্তুত আছে তবে সাহায্য এর নামে যদি ভারতের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয় তবে তা বরদাস্ত করা হবে না। সাহায্য পাওয়া যাক আর না যাক ভারত তার অর্থনৈতিক কর্মসূচী চালিয়ে যাবে। ভারত সরকার যখন গরীবই হটাও কর্মসূচী গ্রহন করেছিল তখনি ভারতের উপর এসে পড়ে বাংলাদেশের শরণার্থী সমস্যা। সমস্যাটি আমরা ধীরে ধীরে মোকাবেলা করতে সক্ষম হয়েছি এবং শেষ পর্যন্ত সাফল্য লাভ করেছি।