এপ্রিল ১৯৭১ মুজিবনগর অবস্থান
কলকাতা থেকে নদীয়ার কৃষ্ণনগর। কৃষ্ণনগর থেকে চাপরা। চাপরা থেকে সোজা রিদয়পুর। একদম সোজা রাস্তা। চাপরা পর্যন্ত আঞ্চলিক সড়ক। তারপর সামান্য উত্তর থেকে কাচা রাস্তায় রিদয়পুর। ওপারেই ইছাখালি ও ভবের পাড়া। ২ পারেই খ্রিস্টান পাড়া। রিদয়পুরে ভারতীয় বিওপি ইছাখালিতে পাকিস্তানের বিওপি। রাস্তা এবং সীমান্ত যেখানে মিশেছে সেখানেই ১০৫ নং পিলার। এই পিলার থেকে বৈদ্যনাথ তলা আমবাগান ২০০ গজ। এলাকাটি ভৈরব নদী বিধৌত। একটি খাল আছে যার নাম সরস্বতী। কৃষ্ণনগরে তখন বিএসএফ এর ৭২ ব্যাটেলিয়ন এর অবস্থান ছিল। মেহেরপুর ও চুয়াডাঙ্গা মহকুমার সাথে গাড়ি চলাচল যোগ্য কাচা রাস্তা ছিল। সর্বশেষ সীমান্ত জেলা পতনের(রংপুর এর কুড়িগ্রাম ও লালমনিরহাট তখনও পতন হয়নি) কাছাকাছি সময়ে ছিল।