You dont have javascript enabled! Please enable it! 1972.01.20 | ২০ জানুয়ারী ১৯৭২ বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার জন্য মার্কিন সিনেটর বেনস্টেন এর আহবান - সংগ্রামের নোটবুক

২০ জানুয়ারী ১৯৭২ বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার জন্য মার্কিন সিনেটর বেনস্টেন এর আহবান

যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে নির্বাচিত সিনেটর লয়েড বেনটসেন বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার জন্য মার্কিন সরকারের প্রতি আহবান জানিয়েছেন। সিনেটর লয়েড বেনটসেন দূরপ্রাচ্য (চীন জাপান দঃ পূর্ব এশিয়া) এ ১৭ দিন সফর শেষে মার্কিন সিনেটের সশস্র বাহিনী কমিশনে তার বক্তব্য উপস্থাপন করছিলেন। তিনি বলেন বাংলাদেশে এক প্রকার গণহত্যাকে সমর্থন করা ছিল আমাদের মারাত্মক ভুল। আমি আমার আগের পাকিস্তানের প্রতি মনোভাব প্রত্যাহার করে নিয়েছি। যে সরকার বাংলাদেশে গণহত্যা চালিয়েছে তাদের সমর্থন করা আমাদের উচিত হয়নি। তিনি বলেন বাংলাদেশে যা ঘটেছে তাতে আমাদের জোরালো প্রতিবাদ করা উচিত ছিল।