You dont have javascript enabled! Please enable it! 1972.01.19 | ১৯ জানুয়ারী ১৯৭২ঃ পশ্চিম জার্মান রেডিও এর সাথে শেখ মুজিবের সাক্ষাৎকার - সংগ্রামের নোটবুক

১৯ জানুয়ারী ১৯৭২ঃ পশ্চিম জার্মান রেডিও এর সাথে শেখ মুজিবের সাক্ষাৎকার

বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ মুজিবুর রহমান তার বিঘোষিত নীতির কথা পুনরল্লেখ করে বলেছেন তার দেশ হবে গনতান্ত্রিক এবং নিরপেক্ষ এবং এর অর্থনীতি হবে সমাজতান্ত্রিক। তিনি পূর্ব জার্মান রেডিও প্রতিনিধি এ মোলের এর সাথে সাক্ষাৎ কারে এ কথা বলছিলেন। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে সমর্থন দান এবং তাহাকে পাকিস্তানের কারাগার হতে মুক্ত করে আনতে সাহায্য করার জন্য পূর্ব জার্মানী সোভিয়েত ইউনিয়ন এবং পূর্ব ইউরোপীয় কয়েকটি দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শেখ মুজিব একই সাথে ভারতের প্রধানমন্ত্রী সরকার এবং জনগনের সহায়তার কথাও কৃতজ্ঞ চিত্তে স্মরন করেন। তিনি বলেন ভারত থেকে ফেরত আসা শরণার্থীদের পুনর্বাসনের জন্য সরকার একটি স্কিম প্রনয়ন করতে যাচ্ছেন।