You dont have javascript enabled! Please enable it!

১৯ জানুয়ারী ১৯৭২ঃ সোভিয়েত সংবাদ সংস্থা ইজভেস্তিয়ার সাথে শেখ মুজিবের সাক্ষাৎকার

বাংলাদেশে প্রত্যাবর্তনের পর শেখ মুজিবুর রহমান প্রথমবারের মত কোন সোভিয়েত প্রেসের মুখোমুখি হন। সাক্ষাতের শুরুতে শেখ মুজিবুর রহমান সোভিয়েত জনগন ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বলেন তাদের এরূপ সাহায্যের কথা বাংলাদেশের মানুষ কখনও ভুলবে না। আমি আমার যৌবন কালে প্রচুর সোভিয়েত বিপ্লব ও এবং দেশের ইতিহাসের উপর অনেক বই পুস্তক পত্রিকা পড়েছি। এমনকি আমি যখন জেল খানায় তখন সব সময় চিন্তা করেছি আমাদের এ বিপদের সময় সোভিয়েত ইউনিয়ন আমাদের পাশে থাকবে।

আলোচনা কালে শেখ মুজিব কে খুব উৎফুল্ল দেখাচ্ছিল। মনে হচ্ছে দীর্ঘদিনের জেল তার স্বাস্থ্যহানি ঘটাতে পারেনি। শেখ মুজিব বলেন তিনি জেলে থাকা অবস্থায় সংবাদ পত্র পেতেন না তার মাতৃভূমির কোন সংবাদ পেতেন না। আমরা তার কাছ থেকে সেই মার্চের দিন গুলো সম্পর্কে জানতে চাইলাম তিনি বললেন আমরা জানতাম পাকিস্তানী বাহিনী কি করতে যাচ্ছে তাই আমি আমার নেতাদের আন্ডার গ্রাউন্দে যেতে বললাম। আমিই কেবল বাসায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেই। এ সময়ে এর আর কোন বিকল্প ছিল না। এ সময় আমি জানতে পারি তারা আমার জীবনহানী করতে আসছে এবং এর দোষ তার চীনা বিপ্লবীদের উপর চাপাতো। এ ধরনের অপারেশনকে তারা এভাবেই বৈধকরণ করার কর্মসূচী নিয়েছিল। রাতে কয়েক ট্রাক কম্যান্ডোবাহী গাড়ীও আসে। তারা বাড়ীর ভিতরে বিস্ফোরণ ঘটায় এবং মেশিনগানের গুলীবর্ষণ করে। আমি বের হয়ে এসে বলি আমি উপস্থিত তোমরা গুলী বন্ধ কর।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!