১৬ এপ্রিল ১৯৭১ কুষ্টিয়ায় পাকিস্তানী দখল
এই দিনে কুষ্টিয়ার পতন হয়। কুষ্টিয়ার পতনের মধ্যে দিয়া গুরুত্বপূর্ণ জিলা শহরের পতন হইল। ৩ টিজিলা সদর নিয়ন্ত্রনে নিতে এখনও বাকি সে গুলি হইল বগুড়া নোয়াখালী এবং রংপুর। এর মধ্যে রংপুরের ভারতের সাথে সীমান্ত বিদ্যমান। সামরিক সদর ঘোষণা করে কিছু পকেট এলাকা ছাড়া প্রদেশের পুরাটাই তাদের নিয়ন্ত্রণে।