You dont have javascript enabled! Please enable it! 1972.01.19 | ১৯ জানুয়ারী ১৯৭২ঃ বুদ্ধিজীবীদের কবরে দেয়া উৎসর্গপত্র ও স্তবক পুড়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা - সংগ্রামের নোটবুক

১৯ জানুয়ারী ১৯৭২ঃ বুদ্ধিজীবীদের কবরে দেয়া উৎসর্গপত্র ও স্তবক পুড়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা।

শহীদ বুদ্ধিজীবী গিয়াস উদ্দিনের কবরে তার বোন সাজেদা বানু পরিদর্শন করতে গিয়ে দেখতে পান তার ভাইয়ের কবরে দেয়া উৎসর্গপত্র ও স্তবক পুরে দিয়েছে দুষ্কৃতিকারীরা। বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক মুক্তি শিবির এ উৎসর্গপত্র দিয়েছিল। এ ছাড়া আনোয়ার পাশার কবরে গ্রথিত একই রুপ সাইক্লস্তাইল করা উৎসর্গপত্র খুলে নিয়ে গেছে দুষ্কৃতিকারীরা। তার বোন সাজেদা বানু আগামী রোববার তার ভাইয়ের মৃত্যুতে মিলাদের আয়োজন করেছেন তার মহসিন হল আবাসিক কোয়ার্টারে।