১৮ জানুয়ারী ১৯৭২ঃ পিটিআই এর সাথে এক সাক্ষাৎকারে শেখ মুজিবুর রহমান
প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর সাথে এক সাক্ষাৎকারে বলেছেন ইয়াহিয়ার সাথে আলোচনা ভেঙ্গে যাওয়ার পর ২৫ মার্চ রাতে তাকে পাক বাহিনী হত্যার পরিকল্পনা নেয়া হয়েছিল। তিনি বলেন তার সহযোগীরা এ কথা ২৫ মার্চ সন্ধায় তাকে জানিয়েছিল। পিটিআইকে তিনি সেই সহযোগীর নাম বলেননি। ষড়যন্ত্রটি ঠিক এরুপ ছিল প্রথমে তাকে রাস্তায় বের করে আনা হবে তারপর রাস্তায় তাকে হত্যা করা হবে এবং এই মর্মে গুজব রটিয়ে দেয়া হবে রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে। তিনি বলেন তার সামনে দুটি পথ খোলা ছিল একটি পালানো আরেকটি নিশ্চিত মৃত্যুবরন করে নেয়া। তিনি দ্বিতীয়টি বেছে নিয়েছিলেন যে তিনি হানাদার বাহিনীর হাতে মৃত্যু বরন করেন তবে সারা বিশ্ব এর কাছে তাদের মুখোশ উন্মোচন হবে। ইয়াহিয়ার এ পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর মধ্যরাতে তার বাড়ী ঘেরাও করা হয় এবং তাকে আটক করা হয়।