You dont have javascript enabled! Please enable it!

১৮ জানুয়ারী ১৯৭২ঃ পাকিস্তানী বেসামরিক যুদ্ধবন্দীদের সাথে শেখ মুজিব দেখা করেছেন।

শেখ মুজিব সকাল ৯ টায় ঢাকা ক্যান্টনমেন্ট পরিদর্শন করেন। তিনি সেখানে গেলে ভারতীয় বাহিনী কমান্ডার মেজর জেনারেল বিএন সরকার তাকে স্বাগত জানান এবং উপস্থিত ভারতীয় সেনা অফিসারদের সাথে পরিচয় করিয়ে দেন। সেখানে অবস্থানরত ভারতীয় সৈন্যদের সাথে কথা বলেন। পরে সেখানে পাকিস্তানী যুদ্ধবন্দী সিনিয়র বেসামরিক অফিসার চীফ সেক্রেটারি মোজাফফর হোসেন ও পুলিশের আইজি এমএ চৌধুরী সহ কয়েকজনের সাথে শেখ মুজিব পৃথক পৃথক কথা বলেন ও অন্যান্যদের কুশলাদি জিজ্ঞেস করেন। উপস্থিত বিদেশী সাংবাদিকগন সোয়া ঘণ্টা ব্যাপী বৈঠক গুলির বিষয় জানতে চাইলে শেখ মুজিব তাদের বলেন সাংবাদিকদের কাছে বলার মত কিছু নেই। এ সময় শেখ মুজিবের সাথে অর্থমন্ত্রী তাজউদ্দিন এবং বাংলাদেশ বাহিনী প্রধান কর্নেল ওসমানী এবং ভারতীয় বাহিনীর মেজর জেনারেল বিএন সরকার উপস্থিত ছিলেন। মেজর জেনারেল বিএন সরকার যুদ্ধবন্দীদের সাথে শেখ মুজিবকে পরিচয় করিয়ে দেন। তিনি সেখানে তাকে আটক রাখার স্থান গুলি ঘুরে ঘুরে দেখেন। সারাদেশের পাকিস্তানী যুদ্ধবন্দীদের অবশিষ্ট হাজার খানেক এখানে বর্তমানে অবস্থান করছে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!