You dont have javascript enabled! Please enable it! 1972.01.18 | ১৮ জানুয়ারী ১৯৭২ঃ শেখ মুজিবের সাথে বিভিন্ন ব্যক্তির সাক্ষাৎ - সংগ্রামের নোটবুক

১৮ জানুয়ারী ১৯৭২ঃ শেখ মুজিবের সাথে সাক্ষাৎ

আগরতলা সীমান্তে নিযুক্ত ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর কর্মকর্তা মেজর বিকে চেটারজী, ক্যাপ্টেন মজুমদার, ক্যাপ্টেন এসকে চক্রবর্তী শেখ মুজিবের সাথে দেখা করেছেন। ভারতের অতিরিক্ত সচিব পিএন লক্ষ্মী শেখ মুজিবের সাথে দেখা করেছেন। ভারতের পররাষ্ট্র দপ্তরের যুগ্ন সচিব একে রায় শেখ মুজিবের সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন। তিনি আগামীকাল কলকাতা রওয়ানা দিবেন। বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত এমএন দিক্ষিত শেখ মুজিবের সাথে তার সরকারী বাসভবনে দেখা করেছেন। পশ্চিম জার্মান কন্সাল জেনারেল বেলিফ এন্দাস শেখ মুজিবের সাথে তার সরকারী বাসভবনে দেখা করেছেন। তিনি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে তার দেশে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সুবিধা নিয়ে আলাপ আলোচনা করেছেন।