You dont have javascript enabled! Please enable it!

১৮ জানুয়ারী ১৯৭২ঃ কাদেরিয়া বাহিনীর অভ্যন্তরীণ অস্র সমর্পণ

ইতিপূর্বে কাদেরিয়া বাহিনী ৪০০০ অস্র সমর্পণ করেছে বলে সরকার জানানোর পর আনুষ্ঠানিক ভাবে শেখ মুজিবের কাছে প্রতীকী অস্র সমর্পণের আগে এদিন তারা ছড়িয়ে থাকা অস্র গুলি একত্র করে। নিয়মিত বাহিনীর বাহিরে কাদেরিয়া বাহিনী এবং মুজিব বাহিনীর কাছেই সবচে বেশী অস্র ছিল। এ উপলক্ষে বিদেশী টিভি ক্রুদের আমন্ত্রন জানানো হয়। এসোসিয়েট প্রেসের টিভি ক্রুরা এ অনুষ্ঠানের দৃশ্য ধারন করে।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন