You dont have javascript enabled! Please enable it! 1972.01.18 | ১৮ জানুয়ারী ১৯৭২ঃ নিক্সন চীনকে চটাতে চাননি – কেনেডি - সংগ্রামের নোটবুক

১৮ জানুয়ারী ১৯৭২ঃ নিক্সন চীনকে চটাতে চাননি – কেনেডি

আগামী মাসে নিক্সনের চীন সফরকে সাফল্য মণ্ডিত করার জন্য নিক্সন প্রশাসন চীনের সাথে সাড়া দিয়ে পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়েছিল। একথা বলেছেন সিনেটে পর রাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান সিনেটর কেনেডি। নিক্সনের পাকিস্তানের প্রতি দুর্বলতা যুক্তরাষ্ট্রের দুর্বল পররাষ্ট্রনীতি হিসেবে বিবেচিত হয়েছে। কেনেডি ওয়াশিংটন প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন চীনের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য আমরা যা করেছি তা ইতিহাসে উল্লেখ থাকবে না। নিক্সনের ভিয়েতনাম নীতিও ভারত পাকিস্তান নীতির অনুরূপ। চীনের সাথে সম্পর্ক প্রতিষ্ঠায় পাকিস্তানের দূতিয়ালিতে নিক্সন এতই মুগ্ধ ছিলেন যে বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনীর হত্যাজজ্ঞের দিকে তার মনোযোগ ছিল না।