You dont have javascript enabled! Please enable it!

১৩ এপ্রিল ১৯৭১ প্রবাসী সরকারের নির্দেশনা

১৩ এপ্রিলই নবগঠিত বাংলাদেশ সরকার জনগণের প্রতি যে নির্দেশগুলো জারী করেন তা হলো-
১। চিকিৎসা ও সেবা শুশ্র“ষার জন্যে আহত ব্যক্তিকে ডাক্তার বা কবিরাজের কাছে নিয়ে যান।
২। মুক্তি সংগ্রামের বিশ্বাসঘাতকদের শাস্তি দিন।
৩। আওয়ামী লীগের স্থানীয় নেতাদের কাছ থেকে জেনে নিন কী করা উচিত।
৪। তরুণরা সকলে ট্রেনিং-এর জন্যে নিকটতম মুক্তিফৌজ দপ্তরে চলে আসুন-সেখানেই তাঁরা নির্দেশ পাবেন।
৫। প্রত্যেক গ্রাম প্রধান আশপাশের গ্রাম বা গ্রামগুলির প্রধানদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলুন এবং সমস্ত খবরাখবর সম্বন্ধে পরস্পরকে ওয়াকিবহাল রাখুন।
৬। মুক্ত অঞ্চলগুলির সরকারী কর্মচারীরা আওয়ামী লীগের স্থানীয় সদর দফতর থেকে নির্দেশ দিন।
৭। নদী-পরিবহন ব্যাবস্থার সমস্ত কর্মচারী বাংলাদেশ সরকারের নির্দেশ মেনে চলুন ও রেডিও-পাকিস্তান, ঢাকা থেকে প্রচারিত নির্দেশ উপেক্ষা করুন। ঢাকায় নদী-পরিবহনকর্মীরা দখলদার জঙ্গী-বাহিনীর নির্দেশ অমান্য করায় বাংলাদেশ সরকার তাঁদের ধন্যবাদ জানাচ্ছেন।
৮। নিজের এলাকায় মুক্তিফৌজ কম্যান্ডের নির্দেশ অনুযায়ী অসামরিক প্রতিরক্ষা ব্যবস্থার সমস্ত নিয়ম মেনে চলুন।
৯। আপনার এলাকায় সন্দেহভাজন লোক ঘোরাফেরা করছে। তাদের সম্বন্ধে সাবধান থাকুন এবং তেমন কোনও লোকের খোঁজ পেলেই নিকটতম মুক্তিফৌজ কেন্দ্রে খবর দিন।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!