You dont have javascript enabled! Please enable it! 1972.01.18 | বাংলাদেশের দু লাখ নারী নির্যাতিত - সংগ্রামের নোটবুক

১৮ জানুয়ারী ১৯৭২ঃ বাংলাদেশের দু লাখ নারী নির্যাতিত

স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে অন্যতম শরীক বিশ্ব গির্জা পরিষদ (World Council of Churches) একজন বাংলাদেশ কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশ করেছে ১৯৭১ সালের ৯ মাসের মুক্তিযুদ্ধে বাংলাদেশের বাংলাদেশের দু লাখ নারী নির্যাতিত হয়েছে। জেনেভায় বিশ্ব গির্জা পরিষদ এর এক সম্মেলনে বাংলাদেশ সফর করে যাওয়া এশিয় বিশেষজ্ঞ কেন্তাবারুমা ভাষণ দান কালে এ তথ্য প্রকাশ করেন। তিনি বলেন বাংলাদেশ সরকার এরুপ নারীদের বীরাঙ্গনা হিসেবে মর্যাদা দিয়েছেন এদের যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠিত করবেন বলে ঘোষণা দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী জহুর আহমেদ চৌধুরী বলেছেন স্বাধীনতা সংগ্রামে পাক বাহিনী দ্বারা লাঞ্ছিত মা বোনদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার। এ বিষয়ে সকল হাসপাতালে নির্দেশনা দেয়া হয়েছে। এ ছাড়াও তারা সমাজকল্যাণ অফিসের মাধ্যমেও সংশ্লিষ্ট হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন। জহুর আহমেদ চৌধুরী সমাজকল্যাণ বিভাগেরও মন্ত্রী।