You dont have javascript enabled! Please enable it! 1972.01.17 | ১৭ জানুয়ারী ১৯৭২ঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র, কর্মচারী প্রতিনিধিদল শেখ মুজিবের সাথে দেখা করেছেন - সংগ্রামের নোটবুক

১৭ জানুয়ারী ১৯৭২ঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র, কর্মচারী প্রতিনিধিদল শেখ মুজিবের সাথে দেখা করেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি ও সংসদ প্রো ভিপি মিজানুর রহমান, সাবেক সভাপতি মফিজুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক সহ সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু এর নেতৃত্ব এ একটি ছাত্র প্রতিনিধি দল, রাকসু নেতৃবৃন্দ ও কর্মচারী সংসদ, শেখ মুজিবের সাথে দেখা করেছেন। শেখ মুজিব নেতৃবৃন্দকে বুকে জড়িয়ে স্বাগত জানান। ছাত্র নেতৃবৃন্দ শেখ মুজিবের পদধূলি নেন। শেখ মুজিব ছাত্র নেতৃবৃন্দকে স্মরন করিয়ে দেন আজ বাংলাকে গড়ে তোলার জন্য দেশের যুব সম্প্রদায়কে সবার আগে এগিয়ে আসতে হবে। তিনি তাদের গ্রামে ছড়িয়ে পড়ার আহবান জানান রাস্তা ঘাট পুল মেরামতের কাজে নামার আহবান জানান এবং দালাল দের খুজে বের করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করার আহবান জানান। প্রতিনিধিদল শেখ মুজিবকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সফরের আমন্ত্রন জানান। পরে ছাত্র প্রতিনিধিদল শিক্ষামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী এবং পুনর্বাসন মন্ত্রী কামরুজ্জামানের সাথে সাক্ষাৎ করেন। পুনর্বাসন মন্ত্রীর সাথে সাক্ষাতকালে মন্ত্রী ক্ষতিগ্রস্ত ছাত্রদের সাহায্যের আশ্বাস দেন।