১৭ জানুয়ারী ১৯৭২ঃ শেখ মুজিবকে অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব
রেডিও পাকিস্তানের খবরে বলা হয়েছে পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভূট্টো কোয়েটায় বলেছেন শেখ মুজিব এক পাকিস্তান স্বীকার করে নিলে তিনি শেখ মুজিবের কাছে সমগ্র পাকিস্তানের ক্ষমতা হস্তান্তর করে রাজনীতি হতে অবসর নিতে চান। ভূট্টো লন্ডনের সানডে টাইমসের এক প্রতিবেদনের উপর মন্তব্য করছিলেন। সানডে টাইমসের প্রতিবেদনে শেখ মুজিবের উক্তি ছিল ভূট্টো যদি এখনও পূর্ব ও পশ্চিম পাকিস্তান বলেন তবে তিনি (মুজিব) তো উভয় অংশের সংখ্যাগরিষ্ঠ নেতা। সে হিসেবে তাকেই একক পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করা উচিত। ভূট্টো বলেন ৭ জানুয়ারী আমি মুজিবকে এ কথাই বারবার বলেছিলাম। তাকে আমি বলেছিলাম প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বা যা তিনি মনে করেন সেই পদ নিক। তিনি বলেন আমি এ কথা গুরুত্ব দিয়েই বলছি। ভূট্টো পাকিস্তানের বিপর্যয় তদন্ত করার জন্য বাঙালি বিচারপতি হামুদুর রহমানের নেতৃত্ব এ একটি কমিশন গঠন করার আদেশ জারী করেছেন। কমিশনে যে কেউ সাক্ষ্য দিতে পারবে এবং এ সাক্ষ্য গোপন থাকবে। এ ছাড়া কমিশনকে যে কাউকে কমিশনে তলব করার ক্ষমতা দেয়া হয়েছে। কমিশনের অপর সদস্য হলেন লাহোর ও সিন্ধু হাইকোর্টের প্রধান বিচারপতি।