১৭ জানুয়ারী ১৯৭২ঃ ১০ দিনের মধ্যে অস্র জমা দাও – মুজিব
প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এক বিবৃতিতে গণবাহিনীর সদস্যদের দেশপ্রেম, সাহসিকতা, শৌর্যবীর্য এর প্রশংসা করেন এবং তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা করেন যে সোনার বাংলা গঠনে গণবাহিনীর আত্মত্যাগী তরুনেরা সর্বপ্রকার সহযোগিতা সমর্থন ও নেতৃত্ব প্রদান করবেন। দেশের বৃহত্তর স্বার্থের খাতিরে আজ থেকে ১০ দিনের মধ্যে গনবাহিনীর সকল অস্র জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন তার বীর ভায়েরা তার নির্দেশ পালন করবে। তিনি গন বাহিনীর সদস্যদের স্থানীয় মহকুমায় অবিলম্বে অস্র জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। নির্দিষ্ট সময় পরে কারো কাছে অস্র পাওয়া গেলে দেশের আইন অনুযায়ী অপরাধ গণ্য হবে এবং তাকে বিচারের সম্মুক্ষিন হতে হবে। তিনি বলেন সাবেক রাজাকার আলবদর আল শামশের কাছে অস্র ছিল তাদের অনেকেই এখন গনবাহিনির সদস্য হিসেবে পরিচয় ও দিচ্ছে এ সকল সদস্যরা এখন জনগনের জন্য নিরাপদ নয়।
তিনি বলেন গণবাহিনীর সকলকে একটি সু শৃঙ্খল বাহিনীর আওতায় আনার জন্য জাতীয় মিলিশিয়া গঠন করা হচ্ছে। জাতীয় মিলিশিয়া ছাড়াও গন বাহিনীর সদস্যরা যোগ্যতা অনুযায়ী বিমানবাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনীতেও যোগ দিতে পারবে। এ ছাড়াও সরকার একটি গন পুলিশ বাহিনী গড়ে তুলবে তারা সেখানেও যোগ দিতে পারে। সরকার তাদের মধ্য থেকেই অফিসার ও পুলিশ নিয়োগ করবে।
তিনি বলেন উচ্চ ক্ষমতা সম্পন্ন মিলিশিয়া বোর্ড গঠন করা হয়েছে। তারা গন বাহিনীর সদস্যদের সকল সমস্যা পর্যালোচনা করছেন।
নোটঃ গণবাহিনী অর্থ মুক্তিযুদ্ধে অংশ নেয়া সকল বাহিনী এবং গ্রুপকে বুঝিয়েছেন।