১৭ জানুয়ারী ১৯৭২ঃ যুদ্ধবন্দী ও ভারতীয় সৈন্য আপডেট
পাকিস্তানী যুদ্ধবন্দীদের মাত্র ৬৫০ জন এখন ঢাকায় রয়ে গেছেন। এদের মধ্যে কিছু বিমানবাহিনী সিভিলিয়ান, বেসামরিক প্রশাসনের কিছু উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন। আজ বড় শেষ ব্যাচে কয়েক হাজার যুদ্ধ বন্দীকে ভারতে নেয়া হয়েছে। এদের মধ্যে আছেন কুখ্যাত কয়েকজন ব্রিগেডিয়ার ও কর্নেল, নার্সিং মেডিক্যাল কোরের লোকজন এবং ৬০০ আহত বন্দী। নার্সিং এর ১৬ জন অফিসারকে বার্মা পলায়নগামী বিমান/ হেলিকপ্টারে পলায়নের জন্য সুযোগ দেয়া হয়েছিল কিন্তু তারা সময়মত সেখানে হাজির হতে পারেন নি।
ভারতীয় সৈন্যদের মধ্য থেকে ইতিমধ্যে দেশে ফিরে গেছেন ৩০০০০ সৈন্য।
ছবিঃ ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশনে