১৬ জানুয়ারী ১৯৭২ঃ আকাশবাণীর সাথে মুজিবের সাক্ষাৎকার
প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান তার অফিসে আকাশবাণীর সাথে এক সাক্ষাৎকারে বলেন বাংলাদেশে ও ভারতের জনগন চিরস্থায়ী বন্ধুত্তে আবদ্ধ হয়েছে এবং দুই মহান দেশ চিরদিন নিকট তম প্রতিবেশী হিসেবে শান্তিতে বসবাস করবে। তিনি বলেন বাংলাদেশের প্রতিটি মানুষ ভারতের মহান জনগনের কাছে ঋণী। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারত যা করেছে সারা পৃথিবীতে তার আর কোন উদাহরন নেই। শেখ মুজিব শ্রীমতী ইন্দিরা গান্ধীর সরকার, সেনাবাহিনী, ১ কোটি শরণার্থীদের দেখভালের দায়িত্ব পালনকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন অতি শীঘ্রই মুক্তিযোদ্ধাদের অস্র সংবরণ করে তাদের স্ব স্ব পেশায় ফিরে যাবার অনুরোধ করা হবে। বাংলাদেশে সোভিয়েত নৌ ঘাটি করতে বাংলাদেশ অনুমতি দিয়েছে কিছু পশ্চিমা সরকারের এমন দাবীকে তিনি উৎকট বাংলাদেশ বিরোধী প্রচারনা হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন তার দেশ জোট নিরপেক্ষ ও স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করবে। এক দল পশ্চিমা দেশ বাংলাদেশ সোভিয়েত ইউনিয়নকে তার দেশে সামরিক ঘাটি করার অনুমতি দিতে পারে বলে যে প্রচারনা চালাচ্ছে তিনি তাকে উদ্ভট বাংলাদেশ বিরোধী প্রচারনা বলে আখ্যায়িত করছেন।