You dont have javascript enabled! Please enable it! 1972.01.16 | ১৬ জানুয়ারী ১৯৭২ঃ বাস্তহারাদের উদ্দেশে শেখ মুজিব - সংগ্রামের নোটবুক

১৬ জানুয়ারী ১৯৭২ঃ বাস্তহারাদের উদ্দেশে শেখ মুজিব

কয়েক হাজার বাস্তহারা এক শোভাযাত্রা করে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবনে এলে শেখ মুজিবুর রহমান তার সরকারী বাসভবনের সামনেই তাদের সমাবেশে উপস্থিত হয়ে তাদের বলেছেন বাস্তহারাদের ঢাকার একটি নির্দিষ্ট পুনর্বাসন অঞ্চলে পুনর্বাসিত করা হবে। তিনি সমিতির কর্মকর্তাদের বাস্তহারাদের একটি তালিকা করে তার কাছে জমা দিতে বলেছেন। তিনি শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং আইন নিজের হাতে তুলে না নেয়ার জন্য জনগনের প্রতি আহবান জানান। তিনি বলেন একটি মুক্ত দেশের নাগরিক হিসেবে সকলকে অবশ্যই শৃঙ্খলা বজায় রেখে চলতে হবে। তিনি বলেন সরকার দেশের আইন অনুযায়ী দোষী ব্যাক্তিদের বিচার করবে। তিনি বলেন অধিক লাভের জন্য বর্তমান পরিস্থিতির সুযোগ নেয়া হয় তাহলে তার পরিনতি হবে ভয়াবহ। তিনি বলেন তার কাছে খবর এসেছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি পাচ্ছে এবং কেউ কেউ এ পরিস্থিতি কাজে লাগিয়ে মুনাফা লুটতে চাচ্ছে। তিনি বলেন যাদের ঢাকা শহরে ভিটে মাটি থেকে উচ্ছেদ করা হয়েছে তাদের জমি দেয়া হবে। পরে তিনি মুক্তিযুদ্ধকালীন শহীদের আত্মার শান্তি কামনায় বাস্তহারাদের সাথে মোনাজাত করেন। এ সময়ে তার সাথে ছিলেন পররাষ্ট্র মন্ত্রী আব্দুস সামাদ আজাদ, শিক্ষামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী, আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল মোমেন, বদরুন্নেসা আহমেদ এমসিএ এবং কর্নেল ওসমানী।