You dont have javascript enabled! Please enable it!

১৬ জানুয়ারী ১৯৭২ঃ শেখ মুজিবের সাথে সাক্ষাৎ

ভারতীয় লোকসভা সদস্য ও সাবেক শিক্ষা মন্ত্রী ডঃ ত্রিগুনা সেন ,বোম্বের বাংলাদেশ এইড কমিটির কোষাধ্যক্ষ মনু ভাই ভিমানি , ভারতের প্রখ্যাত লেখক মুল্লুক রাজ আনন্দ, বোম্বের বাংলাদেশ এইড কমিটি এসময় বাংলাদেশ সরকারকে দুটি জীপ উপহার দেয়। দুটি জীপের একটি ভারতের প্রখ্যাত নাগরিক পরলোকগত বেনেগাল রামারাও পরিবার অপরটি ডাচ গিনি/ সুরিনামের এক বেক্তি তাদের মাধ্যমে দিয়েছে। ত্রিগুনা সেন তার পক্ষ থেকে কিছু কম্বল ও চিকিৎসা সামগ্রী প্রদান করেন। বাংলাদেশ বাহিনী প্রধান কর্নেল ওসমানী শেখ মুজিবের সাথে দেখা করেছেন। কম্যুনিস্ট পার্টি সভাপতি মনি সিংহ, আব্দুস সালাম, খোকা রায়,অনিল মুখারজি, মোহাম্মদ ফরহাদ শেখ মুজিবের সাথে দেখা করেছেন। কম্যুনিস্ট পার্টি শেখ মুজিবের সাথে ভুমি সংস্কার, জাতীয় মিলিশিয়া, অবাঙ্গালি সমস্যা, পাকিস্তানে আটক বাঙালি প্রসঙ্গে আলাপ আলোচনা করেছেন। সোভিয়েত রাষ্ট্রদূত পোপভ বিকেলে শেখ মুজিবের সাথে দেখা করেছেন। প্রধানমন্ত্রীর সাথে সোভিয়েত কন্সাল জেনারেলের এটি হচ্ছে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। বৈঠক প্রায় ৪৫ মিনিট স্থায়ী হয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ বৈঠকে উপস্থিত ছিলেন। আলোচনায় উভয়পক্ষ সন্তোষ প্রকাশ করেন।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!