You dont have javascript enabled! Please enable it!

১৬ জানুয়ারী ১৯৭২ঃ জাতীয় শোক দিবস পালন- জাতীয়

জাতীয় শোক দিবস উপলক্ষে শেখ মুজিবুর রহমান জাতির উদ্দেশে একটি বানী দেন। দেশের সকল সরকারী বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। জনগন কালো বেজ ও কালো বাহুবন্ধনী ধারন করে। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে শহিদদের জন্য প্রার্থনা করা হয়। শোক দিবস উপলক্ষে বিভিন্ন জেলা হতে আগত রাজনৈতিক নেতা কর্মী ও ছাত্রদের শেখ মুজিবের সরকারী বাসভবনে ভিড় করতে দেখা যায় । তিনি সকলের সাথে সাক্ষাৎ প্রদান করেন। শোক দিবস উপলক্ষে বেতার ও টিভিতে সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান প্রচার করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় শোক দিবসের একটি সভায় অংশ নিতে ঢাকার শাহিন স্কুল, মগবাজার শাহনুরী গার্লস ইংলিশ স্কুল ও খিলগাঁও স্কুলের ছাত্র ছাত্রীরা মিছিল সহকারে যোগ দেয়। শহীদ বুদ্ধিজীবীদের পরিবার বুদ্ধিজীবীদের কবর জিয়ারত করে। শহীদ বুদ্ধিজীবীদের কবর জিয়ারত করতে গিয়ে শহীদ গিয়াস উদ্দিনের ভগ্নী শোকে কান্নায় ভেঙ্গে পড়েন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। জাতীয় শোক দিবস উপলক্ষে রেডিও ও টেলিভিশন তাদের সম্প্রচারের পুরো সময় ধরেই বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!