১৬ জানুয়ারী ১৯৭২ঃ জাতীয় শোক দিবস পালন- পুলিশ
বাংলাদেশ পুলিশ বাহিনী জাতীয় শোক দিবসে রাজারবাগে সমাবেশ করে। সেখানে উপস্থিত পুলিশ বাহিনী স্বাধীনতা যুদ্ধে শহীদ পুলিশ সদস্য সহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। পুলিশের আইজি আব্দুল খালেক এক সংক্ষিপ্ত ভাষণ দেন। তিনি পুলিশ বাহিনীকে আশ্বাস দিয়ে বলেন বাংলাদেশ সরকার স্বাধীনতা সংগ্রামে পুলিশের অবদানকে যথাযথ মর্যাদা ও স্বীকৃতি দেবেন এবং ক্ষতিগ্রস্ত ও শোক সন্তপ্ত পুলিশ পরিবারের পুনর্বাসনের দায়িত্ব গ্রহন করবেন। পুলিশের আইজি আব্দুল খালেক এক সংক্ষিপ্ত ভাষণে বলেন ২৫ মার্চের কালো রাত্রিতে পুলিশ প্রথম পাক হানাদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং দেশের জন্য আত্মাহুতি দেন। এখানে শহীদ পুলিশ সদস্যদের জন্য মোনাজাত করা হয়।