You dont have javascript enabled! Please enable it! 1972.01.16 | বাসাবোর জনসভায় তাজউদ্দিন আহমেদ - সংগ্রামের নোটবুক

১৬ জানুয়ারী ১৯৭২ঃ বাসাবোর জনসভায় তাজউদ্দিন আহমেদ

জাতীয় শোক দিবস উপলক্ষে খিলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমেদ বলেন যখন আমরা প্রত্যেকটি নাগরিকের জন্য অন্ন বস্র আশ্রয় ও চিকিৎসার নিশ্চয়তা বিধান করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার স্বপ্নকে বাস্তবায়ন করতে সক্ষম হন তখনই আমরা শহিদ দের প্রতি সত্যিকার শ্রদ্ধা জানাতে পারব।
স্থানীয় বীর মুক্তিযোদ্ধা শহীদ আলাউদ্দিনের দেশপ্রেমের বর্ণনা করতে গিয়ে তিনি বলেন আমরা যখন দেশের প্রতিটি নাগরিকের জন্য অন্য বস্র চিকিৎসা শিক্ষা নিশ্চিত করতে পারব তখনি মুক্তিযোদ্ধাদের প্রতি সত্যিকার শ্রদ্ধা জানানো হবে।
৭ মার্চ ভাষণের আগে ইয়াহিয়া শেখ মুজিবের কাছে প্রতিনিধি প্রেরন করে বলেছিলেন তাকে ৬ দফার চেয়ে বেশী কিছু দেয়া হবে তখনি আমরা বুঝে গিয়েছিলাম কি হতে যাচ্ছে। পাকিস্তানীরা আমাদের ৪৮ ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল কিন্তু তারা জানত না শেখ মুজিব বাঙ্গালীদের একটি প্রতিষ্ঠিত জাতি হিসাবে গড়ে তুলেছিলেন ফলে তারা আমাদের সাথে আর পারেনি। তিনি বলেন ৭ মার্চের বক্তৃতা ছিল আমাদের ঐতিহাসিক নির্দেশ। তিনি বলেন কতক বৃহৎ শক্তি আমাদের দুটি পথের একটি বেছে নিতে বলেছিল একটি স্বাধীনতা অপরটি বঙ্গবন্ধু। আমরা বলেছিলাম আমাদের দুটোই প্রয়োজন আমরা দুটোই পেয়েছি।
সভায় আওয়ামী লীগ নেতা মিজান চৌধুরী বলেন দেশের জন্য যারা প্রান দিয়েছে তারা আর ফিরে আসবে না কিন্তু দখলদার বাহিনী দেশকে ধ্বংসস্তূপে পরিনত করলেও জনগনের সহযোগিতায় সরকার সোনার বাংলা গড়তে পারবেন।
সভায় আরও বক্তব্য রাখেন জয়বাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আহম্মদ উল্লাহ চৌধুরী, আলাউদ্দিন স্মৃতি কমিটি আহবায়ক খাজা মোহাম্মদ মাহফুজুল হক,খিলগাঁও আওয়ামী লীগ সভাপতি জিন্নাত আলী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ইকবাল।