You dont have javascript enabled! Please enable it!

১৬ জানুয়ারী ১৯৭২ঃ ভোলায় উবান ও তোফায়েল

ভোলা থেকে নির্বাচিত জাতীয় পরিষদ সদস্য ও প্রধান মন্ত্রীর উপদেষ্টা তোফায়েল আহমেদ, বরিশাল সদর থেকে নির্বাচিত প্রাদেশিক পরিষদ সদস্য আমির হোসেন আমু ভাই, মেজর জেনারেল সুজন সিং উবান, আনন্দবাজারের সাংবাদিক তুশার কান্তি ঘোষ ১৬ জানুয়ারী হেলিকপ্টার যোগে ভোলা পৌঁছেন। ভোলা সরকারী বিদ্যালয় মাঠে ৫০০০০ লোকের এক বিশাল সমাবেশে তোফায়েল আহমেদ তার তিন ঘনিষ্ঠ শহীদ সহকর্মী দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তব্য দেয়ার সময় কান্নায় ভেঙ্গে পড়েন। বক্তব্বে তিনি বলেন নাম পরিবর্তন, নতুন পতাকা অর্জন বা দেশ শত্রু মুক্ত হওয়া মানেই প্রকৃত স্বাধীনতা নয় যতক্ষন না অর্থনৈতিক মুক্তি আসে। এ জন্য আমাদের আরও ত্যাগ স্বীকার এবং দ্বিগুণ উৎসাহ নিয়ে মাঠে কাজ করতে হবে। তিনি বলেন দেশে শ্রমিক রাজ কৃষক রাজ প্রতিষ্ঠিত না হলে সত্যিকারের মুক্তি নেই বলে উল্লেখ করেন। তিনি বলেন মুজিব তন্ত্র মানে গনতান্ত্রিক ব্যবস্থায় সমাজতন্ত্রকেই বুঝায়। আগের তন্ত্রে আমরা দেখেছি যেখানে গনতন্ত্র থাকে সেখানে সমাজতন্ত্র থাকে না আর যেখানে সমাজতন্ত্র থাকে সেখানে গনতন্ত্র থাকে না। আমাদের নেতা এ দুই এর সমন্বয়ে কাজ করতে চান।

 

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!