১৫ জানুয়ারী ১৯৭২ঃ বাংলাদেশ পুনর্গঠনে রেডক্রসের তিনমাস ব্যাপী পরিকল্পনা
রেডক্রস আন্তজার্তিক কমিটির কমিশনার ডঃ এনরিকো বিগনামী শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের সাথে সাক্ষাৎ করে তাকে জানিয়েছেন যে রেডক্রস বাংলাদেশের জন্য ৩ মাসব্যাপী একটি সাহায্য পরিকল্পনা করবে বলে জানিয়েছেন। এতে প্রায় ৪০ লাখ পাউনড ব্যয় হবে বলে ধারনা করছে রেডক্রস। পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ রেডক্রসকে সম্ভাব্য সবরকম সাহায্য দেয়ার আশ্বাস দিয়েছেন। জাতিসংঘ মহাসচিব কুর্টওয়ালড হেইম বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট ম্যাকনামারার সাথে এক বৈঠকে বাংলাদেশ সাহায্য ও পুনর্বাসন নিয়ে আলোচনা করেছেন। গত সপ্তাহে জাতিসংঘ ঘোষণা করেছিল তারা বাংলাদেশে শুধু সরবরাহ নয় সড়ক, রেল, নৌ যোগাযোগ ব্যবস্থা পুনঃনির্মাণে দীর্ঘমেয়াদী সাহায্য করবে। বিশ্ব গির্জা পরিষদ যুদ্ধবিদ্ধস্থ বাংলাদেশের জনগনের জন্য বিভিন্ন দেশে তাদের ২৩৪টি কমিটির মাধ্যমে সাহায্য সংগ্রহ করছে। বিশ্ব গির্জা পরিষদ পরিষদের একজন প্রতিনিধি পেস্ত্র ভিগো মেলারুপ নরওয়ে থেকে ৯ টন ত্রান নিয়ে বাংলাদেশে আসার পর এ তথ্য জানান। আন্তজার্তিক রেডক্রস এবং সংবাদ মাধ্যম বিভিন্ন সুত্র থেকে পাকিস্তানী যুদ্ধ বন্দীর একটি খসড়া তালিকা প্রকাশের পর ভারত প্রথম ১১০২০ জনের একটি বন্দী তালিকা প্রকাশ করেছে। অবশিষ্ট বন্দীর তালিকাও প্রকাশের কাজ চলছে।