১১ এপ্রিল ১৯৭১ শেরে বাংলার পরিবার
মুক্তিযুদ্ধ চলাকালে পুরো ৯ মাস বিভিন্ন বিবৃতি বক্তৃতার মাধ্যমে স্বাধীনতার বিরোধিতা করে শেরে বাংলার পরিবার প্রথমে শুরু করেন শেরে বাংলার মেয়ে রইসী বেগম। তার পর তার ২য় স্ত্রীর গর্ভজাত ছেলে আওয়ামী লীগ থেকে নির্বাচিত এমএনএ একেএম ফাইজুল হক। সর্বশেষে যোগ দেন তার স্ত্রী। রইসি বেগম শেরে বাংলার প্রথম ঘরের সন্তান। তার মাতা ভারতের উত্তর প্রদেশের মিরাটের বাসিন্দা। ছিলেন উর্দু ভাষী। ১১ এপ্রিল তিনি পত্রিকায় প্রকাশের জন্য এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক করতিপক্ষ করতিক গৃহীত কার্যক্রমের প্রতি সংহতি প্রকাশ করেন।