১৩ জানুয়ারী ১৯৭২ঃ শেখ মুজিবের সাথে সাক্ষাৎ ও শেখ মুজিবের প্রতি অভিনন্দন
শেখ মুজিবের লেঃ জেনারেল জগজিৎ সিং অরোরার সাক্ষাৎ
ধানমণ্ডির অস্থায়ী বাসভবনে সকালে লেঃ জেনারেল জগজিৎ সিং অরোরা প্রধান মন্ত্রী শেখ মুজিবের সাথে দেখা করেছেন। তিনি সেখানে এক ঘণ্টা ব্যাপী বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ আলোচনা করেন। এ সময় তার সাথে ছিলেন মেজর জেনারেল বি এন সরকার। পরে ভারতীয় নৌ বাহিনীর ৪ জন অফিসার প্রধান মন্ত্রী শেখ মুজিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
শেখ মুজিবের সাথে ওসমানী সহ শীর্ষ সেনা কর্মকর্তাদের সাক্ষাৎ
ধানমণ্ডির অস্থায়ী বাসভবনে সকালে পৃথক ভাবে কর্নেল ওসমানী এবং পরে অন্যান্য সেনা কর্মকর্তাদের সাথে নিয়ে শেখ মুজিবের সাথে দেখা করেছেন। তারা সেখানে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ আলোচনা করেন। গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার, লেঃ কঃ শফিউল্লাহ, মেজর মীর শওকত আলী, মেজর মঞ্জুর, খালেদ মোশারর্ মেজর মইনুল সহ শীর্ষ কয়েক অফিসার সাথে ছিলেন।