You dont have javascript enabled! Please enable it!

১৩ জানুয়ারী ১৯৭২ঃ ২২ লাখ শরণার্থী বাংলাদেশে ফিরেছে।

পশ্চিম বঙ্গের শরণার্থী পুনর্বাসন কমিশনার জনাব ভট্টাচার্য বলেছেন প্রতিদিন ৯১০০০ জন শরণার্থী বাংলাদেশের উদ্দেশে পশ্চিমবঙ্গ ছেড়ে যাচ্ছে। আসাম সরকারের মুখপাত্র শিলং এ জানিয়েছে তার রাজ্য থেকে ২৬০০০০ শরণার্থীর ১৫০০০ বাংলাদেশে ফিরেছে। পুনর্বাসন মন্ত্রী খাদিলকার বলেছেন পশ্চিমবঙ্গ থেকে ১৩১০৫০০ মেঘালয় ১৬০০০০ থেকে ত্রিপুরা ৭১০০০০ থেকে অবশিষ্ট আসাম থেকে ফিরেছে।