You dont have javascript enabled! Please enable it!

বাঙালি অফিসারদের বিরুদ্ধে টিক্কা/নিয়াজি স্বাক্ষরিত নোটিশ। ১৪ বছর কারাদণ্ড ও ৫০% সম্পত্তি বাজেয়াপ্ত।

৩৩-জন ইপিসিএস অফিসারের বিরুদ্ধে ১লা সেপ্টেম্বর ১৯৭১ সালে জারিকত একই অঞ্চলের সামরিক আইন প্রশাসক লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান স্বাক্ষরিত নােটিশ।

Registered No. DA-1.

The

Dacca Gazette

Extraordinary

Published by Authority

THURSDAY, SEPTEMBER 2, 1971

PARTI-Orders and Notifications by the Governor of East Pakistan, the High Court, Government Treasury, etc.

GOVERNMENT OF EAST PAKISTAN

MARTIAL LAW HEADQUARTERS ZONE “B’

DACCA

NOTIFICATION

No. MLA Zone ‘B’ No. 286/R/A dated, 01 September 1971

  1. In exercise of the powers conferred on me under MLR-40, 1, Lieutenant General Tikka Khan, HQA, S. Pk, Administrator

Martial Law Zone ‘B’ order you:

(1) Altaf Hossain Khan, EPCS, s/o Ashab Ali Khan, Village Chakmohan Bari, PO Bagbati, Pabna

(2) Jitendra Lal Chakrabarti, EPCS, s/o Radha Shyam, Village Guatala, PO Barhamganj. Faridpur

(3) Altaf Hossain, EPCS, s/o late Mvi Umiruddin Sarkar, Village Kamarjari, PO Kamarjari, Rangpur

(4) A. Q. M. Qua(m)rul Huda, EPCS, s/o late Md. Esahaqueuddin, 36 Jail Road, Memensingh

(5) Md Abdul Matin Sarkar, EPCS, s/o late Md Solaiman Hossain Sirkar, Village Krishnapur, PO Tulsighat, PS Plashbari, Rangpur

(6) Helaluddin Khan, EPCS, s/o late Md Asaruddin Khan, Village Phulbaria, PO Jithan, Mymensingh

(7) Abdul Latif, EPCS, s/o late mvi Md Abdur Rashid, Village Harishankarpur, PO Pirojpur, Rajshahi

(8) Abdul Halim, EPCS, s/o Md Darbesh Ali Mia, Village Kashibhodrabari, PO Ghatail, District Tangail

(9) Zia Uddin Ahmed, EPCS, s/o A. S. M. Mazharul Huq, Village Alinagar, PO Madhyabagar, PS Raipura, Dacca

(10) Kshitish Chandra Kundu, EPCS, s/o Annada Charan Kundu, Village Sriphultala, PO Rampal, PS Rampal, Khulna

(11) Kazi Lutful Haque, EPCS, s/o Kazi Azharuddin Ahmad, Village & PO Sholaghar, PS Sreenagar, Dacca

(12) Makhan Chandra Majhi, EPCS, s/o late Shahimdha Majhi, Village Phulbari, PO Brahmanbari, Comilla

(13) Md Mizanur Rahman, EPCS, slo Abdur Rahman, Village Alampur, PO Rajganj, Noakhali

(14) Abdul Kader Munshi, EPCS, s/o late Alhaj Eakub Ali Munshi, Village Khontakata, PS Sharankhola, Khulna

(15) Swijendra Nath Bepari, EPCS, s/o Dinabandu Bepari, Village Chhotaharjee, PO Mirukhali, Bakerganj

(16) Manik Lal Somaddar, EPCS, s/o Amrita Lal Somaddar, Girls’ School Road, PO Madaripur, Faridpur

(17) Aftaruddin, EPCS, s/o Tazamul Ali, Sagarnal Tea Estate, PO Sagarnal, PS Kulaura, Sylhet

(18) Kshanada Mohan Das, EPCS, s/o late Kshirode Chandra Das, Village Daudpur, PO Renga Daudpur, Sylhet

(19) Amiyangshu Sen, EPCS, s/o Ambika Charan Sen, Baramchal Tea Estate, PO Barachat, Sylhet

(20) Md Ishaque, EPCS, s/o late Mr Basiruddin Village, PO & PS Patiya, Chittagong

 (21). Md Abdul Ali, EPCS, s/o Md Abdul Wahed Mia, Village Balia Khandi, PO Ujani, Faridpur

(22) AKM Ruhul Amin, EPCS, s/o Mvi Abdul Latif. Vill South Balia, PO Gobindia, PS Chandpur, Comilla

(23) Eskub Sharif, EPCS, s/o late Munshi Wasin Howlad, Village Bagdia, PO Kalaskati, Bakerganj

(24) Chitta Ranjan Chakma, EPCS, s/o Jogendra Lal Karhan, Village Daluchari, PO Babuchara Bazar, PS Dighinala, Chittagong Hill Tracts

(25) Priyada Ranjan Das, EPCS, s/o Jogendra Lal Das, Village Dhalai, PO Katirhat, PS Hathazari, Chittagong

(26) Jnan Ranjan Shaha, EPCS, s/o Tarak Chandra Shaha, Village, PO & PS Wazirpur, Barisal

(27) Amarendu Majumder, EPCS, s/o late Tarani Kumar, Village Charamanullah, PO Dasherhat, PS Hatiya, Noakhali

(28) Golam Akbar, EPCS, s/o late Mvi Anwarul Huque, 34 Peter Road, Khanpur, PO Narayanganj, Dacca

(29) Bibekandanda (Bibekananda?) Majumder, EPCS, s/o Brajakanta Majumder, Mithakali, PO Mathbaria, Barisal

(30) Dipak Kumar Shah, EPCS, s/o Monmohan Shah, Village Satbaria, PO & PS Satbaria, Pabna

(31) Anil Chandra Singha, EPCS, s/o late Umesh Chandra, Village Kariabasha, PO Munshirhat, PS Haluaghat, Mymensingh

(32) Subir Kumar Bhattacharyya, EPCS, s/o Sudhir Chandra, Village & PO Barthi, PS Gournadi, Barisal

(33) Abdul Latif Bhuiyan, EPCS, s/o late Omar Ali Bhuiyan, Village Monoharpur, PS Barura, PO Adda, Comilla

to appear before SMLA Sector-6 MPA Hostel, Dacca at 0800 hrs on 8 Sep 71 to answer to the charge under MLR-25 read with Martial Law Zone ‘B’ Order No. 120 levelled against all of you.

  1. If any one or all of you fail to appear as aforesaid, you will be tried in absentia in accordance with the provisions of MLR-40.

TIKKA KHAN

LIEUTENANT GENERAL

 Martial Law Administrator Zone ‘B’.

Place: DACCA

Date: 1 Sep 71.

 আরও ১১-জুন ইপিসিএস অফিসারের বিরুদ্ধে ২রা সেপ্টেম্বর ১৯৭১-এ জারিকৃত, একই অঞ্চলের নতুন সামরিক আইন প্রশাসক লেফটেন্যান্ট জেনারেল এএকে নিয়াজি স্বাক্ষরিত নােটিশ:

Registered No. DA-1.

The

Dacca Gazette

Extraordinary

Published by Authority

THURSDAY, SEPTEMBER 2, 1971

PART I–Orders and Notifications by the Governor of East Pakistan, the High Court, Government Treasury, etc.

GOVERNMENT OF EAST PAKISTAN

MARTIAL LAW HEADQUARTERS ZONE ‘B’

DACCA

NOTIFICATION

MLA Zone ‘B’ No. 286/R/A dated, 2 September 1971

  1. In exercise of the powers conferred on me under MLR-40, I, Lieutenant General Amir Abdullah Khan Niazi, SJ, S. Pk, SK. MC, Administrator Martial Law Zone ‘B’, order you:

(1) AHM Abdul Hye, EPCS (343) of Rajshahi

(2) Md Amanat Ullah, EPCS (188) of Dacca

(3) Reazar Rahman, EPCS (302) of Malda (West Bengal)

(4) A. F. M. Ramizuddin, EPCS (308) of Dacca

(5) Jati (Jyoti?) Benode Das, EPCS (404) of Noakhali

(6) Azizur Rahman, III, EPCS (565), Vill. Lakshmipur, PO & District Rajshahi

(7) Bhibhuti Bhusan Biswas, EPCS (199) of Faridpur

(8) Jitendra Lal Das, EPCS (183) of Sylhet

(9) Khan Amir Ali, EPCS (614), Village Mativanga, PO Noakhali, Barisal

(10) Joges Chandra Bhowmic, EPCS (215), 19/1, Sheikh Saheb Bazar, Dacca-2, Home District Comilla

(11) Zahirul Islam Bhuyan, EPCS (144) of Dacca,

to appear before SMLA Sector-6 MPA Hostel Dacca at 0800 hours on 9 Sep 1971 to answer to the charge under MLR-25 read with Martial Law Zone ‘B’ Order No. 120 levelled against all of you.

  1. If any one or all of you fail to appear as aforesaid, you will be tried in absentia in accordance with the provisions of MLR- 40

AAK NIAZI

LIEUTENANT GENERAL

Martial Law Administrator

Zone ‘B’.

Place: DACCA

Date: 2 Sep 71.

প্রসঙ্গত উল্লেখ্য, এজাতীয় নােটিশ পাক সামরিক সরকার একই ভূমিকার জন্য বাঙালি রাজনীতিবিদ তথা আওয়ামী নেতৃবৃন্দ এবং শিক্ষক, বুদ্ধিজীবী প্রভৃতির বিরুদ্ধেও জারি করেছিল। এখানে অপ্রাসঙ্গিক হলেও শেষােক্ত শ্রেণীর বিরুদ্ধে জারিকৃত একটি নােটিশ নমুনা হিশেবে নিচে উদ্ধৃত হলাে।

Registered No. DA-I.

The

Dacca Gazette

Extraordinary

Published by Authority

THURSDAY, SEPTEMBER 2, 1971

PARTI-Orders and Notifications by the Governor of East Pakistan, the High Court, Government Treasury, etc.

GOVERNMENT OF EAST PAKISTAN

MARTIAL LAW HEADQUARTERS ZONE ‘B’

DACCA

NOTIFICATION

No. MLA Zone ‘B’ No. 286/R/A dated, 1 September 1971.

  1. In exercise of the powers conferred on me under MLR-40, I, Lieutenant General Tikka Khan, HOA, S. Pk, Administrator Martial Law Zone ‘B’ order you:

(1) Mozaffar Ahmad Chowdhury, Political Science Department, Dacca University

(2) Abdur Razzaque, Political Science Department, Dacca University

(3) Sarwar Morshed, English Department, Dacca University

(4) Mazharul Islam, Bengali Department, Rajshahi University

(5) Abu Zafar Shamsuddin, Bengali Academy,

to pear before SMLA Sector-6 MPA Hostel Dacca at 0800 hours on 8 Sep 71 to answer to the charge under MLR-25 read with Martial Law Zone ‘B’ Order No. 120 levelled against all of you.

  1. If any one or all of you fail to appear as aforesaid, you will be tried in absentia in accordance with the provisions of MLR-40.

TIKKA KHAN

LIEUTENANT GENERAL

Martial Law Administrator

Zone ‘B’.

Place: DACCA

Date: 1 Sep 71.

অভিযুক্তদের পক্ষ থেকে বাস্তব কারণেই উক্ত নােটিশের কোনােপ্রকার জবাব দেওয়া হয়নি। স্বভাবত সামরিক কর্তৃপক্ষ ক্ষুব্ধ হয়ে এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাস্বরূপ প্রত্যেককে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছিল এবং তাদের সম্পত্তির ৫০% ভাগ বাজেয়াপ্ত করেছিল।

সব মিলিয়ে যে ৫৫-জন সিএসপি-ইপিসিএস অফিসারের বিরুদ্ধে তারা এব্যবস্থা গ্রহণ করেছিল, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, দলিলপত্রঃ সপ্তম খণ্ডসূত্রে (যেভাবে নামের বানান ও পদবি এতে লভ্য, তা অপরিবর্তিত রাখা হয়েছে) নিচে তাঁদের নাম, পদবি ও কর্মস্থল বিষয়ক তথ্যাদি তুলে ধরা হলাে।১০৩

সামরিক আদালতে দণ্ডিত সিএসপি ইপিসিএস অফিসারগণ

১৯৯। শিরোনাম        সূত্র         তারিখ

         ১৩ জন সি, এস, পি, সহ    দৈনিক পাকিস্তান        ১০ নভেম্বর,

         ৫৫ জন অফিসারকে

         দণ্ড ঘোষণা

ঢাকার বিশেষ সামরিক আদালত পূর্ব পাকিস্তানে নিয়ােজিত ১৩ জন সিএসপি অফিসারকে দণ্ডিত করেছেন। আদালত এদের প্রত্যেককে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন। / এপিপির খবরে প্রকাশ, দণ্ডিত অফিসারদের সম্পত্তির শতকরা ৫০ ভাগ বাজেয়াফত করার নির্দেশ দেয়া হয়েছে। অফিসারগণ আদালতে

হাজির হতে ব্যর্থ হওয়ায় ৪০ নম্বর সামরিক আইন বিধি মোতাবেক তাদের অনুপস্থিতিতেই তাদের বিচার করা হয়। এসব অফিসারকে ২৫ নম্বর সামরিক আইন বিধি মােতাবেক দায়েরকৃত অভিযােগের জবাব দেবার জন্য ১৯৭১ সালের ৮ই সেপ্টেম্বর ঢাকার ৬ নম্বর সেক্টরের সাব মার্শাল ল এ্যাডমিনিস্ট্রেটরের সামনে হাজির হতে বলা হয়েছিল। আদালত এদের প্রত্যেককে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। এদের ৫০ ভাগ সম্পত্তি বাজেয়াফত করা হয়েছে।/ শেষোক্ত অফিসারদেরও তাদের অনুপস্থিতিতে বিচার করা হয়েছে। তাদেরকে ২৫ নম্বর সামরিক আইন বিধি মোতাবেক অভিযােগের জবাব দেবার জন্য ১৯৭১ সালের ৮ই সেপ্টেম্বর ৬ নং সেক্টরের সাব মার্শাল ল এ্যাডমিনিষ্ট্রেটরের আদালতে হাজির হবার নির্দেশ দেওয়া হয়েছিল।

দণ্ডিত অফিসারগণ হচ্ছেন:-

১। কে, এইচ, আসাদুজ্জামান, জয়েন্ট সেক্রেটারী, ফিনান্স ডিপার্টমেন্ট, ঢাকা, সিএসপি ।

২। এইচ, টি, ইমাম, ডিসি, পার্বত্য চট্টগ্রাম, সিএসপি ।

৩। জনাব আবদুস সামাদ, ডিসি, সিলেট, সিএসপি।

৪। মােহাম্মদ এন কিউ খান, ডিসি, পাবনা, সিএসপি।

৫। সৈয়দ আবদুস সামাদ, রিহ্যাবিলিটেশন অফিসার, চট্টগ্রাম, সিএসপি।

৬। কুদরত-ই-এলাহী চৌধুরী, এডিশনাল ডিসি, রাজশাহী, সিএসপি।

৭। মােহাম্মদ খুশরুজ্জামান চৌধুরী, এসডিও, কিশোরগঞ্জ, সিএসপি।

৮। কাজী রুকুনউদ্দীন আহমদ, এসডিও, ব্রাহ্মণবাড়িয়া, সিএসপি।

৯। ওয়ালিউল ইসলাম, এসডিও, বগুড়া, সিএসপি ।।

১০। আকবর আলী খান, এসডিও, হবিগঞ্জ, সিএসপি ।।

১১। কামাল উদ্দীন সিদ্দীক, এসডিও, নড়াইল, সিএসপি ।।

১২। মােহাম্মদ তৌফিক-ই-ইলাহী চৌধুরী, এসডিও, মেহেরপুর, সিএসপি।

১৩। সাদত হােসেন, এ্যাসিসটেন্ট কমিশনার, যশাের, সিএসপি ।

১৪। আলতাব হােসেন খান, ইপিসিএস, পাবনা।।

১৫। যিতেন্দ্র লাল চক্রবর্তী, ইপিসিএস, ফরিদপুর।

১৬। আলতাব হােসেন, ইপিসিএস, রংপুর।

১৭। এ কিউ এম, কামরুল হুদা, ইপিসিএস, ময়মনসিংহ।

১৮। মােঃ আবদুল মতিন সরকার, ইপিসিএস, রংপুর।

১৯। হেলাল উদ্দীন খান, ইপিসিএস, ময়মনসিংহ।

২০। আবদুল লতিফ, ইপিসিএস, রাজশাহী।

২১। আবদুল হালিম, ইপিসিএস, টাঙ্গাইল।

২২। জিয়াউদ্দীন আহমদ, ইপিসিএস, ঢাকা।

২৩। খিতিশ চন্দ্র কুণ্ড, ইপিসিএস, খুলনা ।

২৪। কাজী লুৎফর হক, ইপিসিএস, ঢাকা।

২৫। মাখন চন্দ্র মাঝী, ইপিসিএস, কুমিল্লা।

২৬। মােঃ মিজানুর রহমান, ইপিসিএস, নােয়াখালী।

২৭। আবদুল কাদের মুন্সি, ইপিসিএস, খুলনা।

২৮। দ্বীজেন্দ্র নাথ ব্যাপারী, ইপিসিএস, বাকেরগঞ্জ।

২৯। মানিক লাল সমাদ্দার, ইপিসিএস, ফরিদপুর।

৩০। আফতাব উদ্দীন, ইপিসিএস, সিলেট।

৩১। ক্ষান্ত মােহন দাস, ইপিসিএস, সিলেট।

৩২। আ(অ)মিয়াংশু সেন, ইপিসিএস, সিলেট।

৩৩। মােঃ ইসহাক, ইপিসিএস, চট্টগ্রাম।

৩৪। মােঃ আবদুল আলী, ইপিসিএস, ফরিদপুর।

৩৫। একেএম রুহুল আমিন, ইপিসিএস, কুমিল্লা।

৩৬। ইয়াকুব শরিফ, ইপিসিএস, বাকেরগঞ্জ।

৩৭। প্রিয়দারঞ্জন দাস, ইপিসিএস, চট্টগ্রাম।

৩৮। জ্ঞানরঞ্জন সাহা, ইপিসিএস, বরিশাল।

৩৯। অমরেন্দ্র মজুমদার, ইপিসিএস, নােয়াখালী।

৪০। গােলাম আকবর, ইপিসিএস, ঢাকা।

৪১। দি(ী)পক কুমার সাহা, ইপিসিএস, পাবনা।

৪২। অনিল চন্দ্র সাহা, ইপিসিএস, ময়মনসিংহ।

৪৩। সুবি ও কুমার ভট্টাচার্য, ইপিসিএস, বরিশাল।

৪৪। আবদুল লতিফ ভূঁইয়া, ইপিসিএস, কুমিল্লা।

৪৫। এ, এইচ, এম, আবদুল হাই, ইপিসিএস, রাজশাহী।

৪৬। মােঃ আমানউল্লাহ(,) ইপিসিএস, ঢাকা।

৪৭। রিয়াজুর রহমান, ইপিসিএস, ….

৪৮। এ এস এম, রমিজ উদ্দীন, ইপিসিএস, (০৮) ঢাকা।

৪৯। জ্যোতিবিনােদ দাস, ইপিসিএস, (৪০৪) নােয়াখালী।

৫০। আফিযুর রহমান, ইপিসিএস, রাজশাহী।

৫১। বিভূতি ভু(ভূ)ষণ বিশ্বাস, ইপিসিএস, (১৯৯) ফরিদপুর।

৫২। জিতেন্দ্র লাল দাস, ইপিসিএস, (১৮৩) সিলেট।

৫৩। খান আমির আলী, ইপিসিএস, বরিশাল।

৫৪। যােগেশ চন্দ্র ভৌমিক, ইপিসিএস, কুমিল্লা।

৫৫। জহিরুল হক ভূঁইয়া, ইপিসিএস, (১৪৪) ঢাকা।”

সূত্র – মুক্তিযুদ্ধে সিএসপি ও ইপিসিএস অফিসারদের ভূমিকা

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!